শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৪৩ অপরাহ্ন
Uncategorized

আরটিভিতে শুরু হচ্ছে ড্যানিশ প্রেজেন্টস ইয়াং স্টারের প্রচার

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

গানের নতুন মেধা অন্বেষণের আয়োজন ড্যানিস প্রেজেন্টস ‘ইয়ং স্টার’ প্রতিযোগিতা। এটি আয়োজন করেছে বেসরকারি টিভি চ্যানেল আরটিভি ৷ আগামীকাল ২৩ নভেম্বর থেকে এটির প্রচার শুরু হচ্ছে ৷

সপ্তাহে প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে গলা ছেড়ে গাও স্লোগান নিয়ে আয়োজিত ‘ইয়ং স্টার’। এছাড়াও অনুষ্ঠানটি আরটিভি প্লাস ও আরটিভি রিয়েলিটি শাে-এর ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে দেখা যাবে।

এ উপলক্ষে রাজধানীর তেজগাঁও এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় আজ ২২ নভেম্বর বেলা ১২টায় এক সংবাদ সম্মেলনের আয়ােজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান, আরটিভির হেড অব প্রােগ্রাম দেওয়ান শামসুর রকিব, আরটিভির হেড অব মার্কেটিং সুদেব চন্দ্র ঘােষ।

আয়োজনটির পৃষ্ঠপোষক ড্যানিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেনারেল ম্যানেজার মাে. মােশারফ হােসেন ভূঁইয়া ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মাে. হাবিবুর রহমান চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন ‘ইয়াং স্টার’ -এর তিন বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান, পড়শী এবং এই রিয়েলিটি শাে-এর উপস্থাপক মডেল, অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ ও নৃত্যশিল্পী, উপস্থাপিকা রুহানী সালসাবিল লাবণ্য।

সংবাদ সম্মেলনে জানানাে হয় আরটিভি আয়ােজিত তরুণদের জন্য সংগীত বিষয়ক নতুন রিয়েলিটি শােটির স্টুডিও অডিশন রাউন্ড শেষ হয়েছে ১৭নভেম্বর।

সােহাগ মাসুদের প্রযােজনায় মিউজিক্যাল এই রিয়েলিটি শোতে অংশগ্রহণের জন্য সারাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রতিযােগীরা আবেদন করেন। এরমধ্য থেকে নিয়ম অনুযায়ী
মােট ৫ হাজার প্রতিযােগীর গান রেজিস্ট্রেশনের জন্য গ্রহণ করা হয়।

পরবর্তীতে এর বিচারক ইবরার টিপু, প্রতীক হাসান ও পড়শী যাচাই বাছাই করে স্টুডিও অডিশন রাউন্ডের জন্য মােট ১৫০ জনকে আমন্ত্রণ জানানাে হয়।

নির্বাচিত ১৫০জন প্রতিযােগিকে নিয়ে রাজধানীর তেঁজগাও-এ অবস্থিত আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়ায় ১৫ নভেম্বর শুরু হয় স্টুডিও অডিশন রাউন্ড। এই রাউন্ডে প্রতিযােগীরা সরাসরি বিচারকদের সামনে গান পরিবেশন করেন।

১৫০ জন প্রতিযােগীর মধ্য থেকে স্টুডিও অডিশন রাউন্ডে ইয়েস কার্ড পেয়েছে মােট ৮১ জন প্রতিযােগী যারা লড়বে পরবর্তী রাউন্ডে।

সংবাদ সম্মেলনে আরটিভির সিইও সৈয়দ আশিক রহমান বলেন, ‘সবাইকে ধন্যবাদ চমৎকার এই আয়োজনের সঙ্গে যারা জড়িয়ে আছেন। সবাই মিলে একটি উপভোগ করার মতো আয়োজন করেছেন। যাদের মেধা আছে কিন্তু সেই মেধা বিকাশের সুযোগ পান না তাদের জন্য আমরা এই আয়োজন করেছি।

এরইমধ্যে আমরা আয়োজনটি নিয়ে অনেক সাড়া পেয়েছি দেশে বিদেশে। এবার এটি আরটিভির পর্দায় দেখার আমন্ত্রণ জানাই সবাইকে। আমি আশা রাখি এই আয়োজন থেকে দেশ অনেক মেধাবী সংগীত তারকা খুঁজে পাবে৷ যারা ‘ইয়ং স্টার’ প্লাটফর্মটি ব্যবহার করে সংগীতচর্চায় অনেক অবদান রাখবেন।’

আরটিভির হেড অব প্রােগ্রাম দেওয়ান শামসুর রকিব বলেন, ‘অনেক শ্রম ও মেধার সম্মিলিত একটি আয়োজন ‘ইয়ং স্টার’। আশা করছি এর প্রচার শুরু হলে সবার ভালো লাগবে। আর এ প্রতিযোগিতার সকল প্রতিযোগীকে আমি শুভেচ্ছা জানাই।’

মাে. মােশারফ হােসেন ভূঁইয়া বলেন, ‘ড্যানিস আনন্দিত এই আয়োজনের সঙ্গী হতে পেরে। আশা করছি খুব উপভোগ্য হবে অনুষ্ঠানটি।’

মো. হাবিবুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা খুব উৎসাহ নিয়ে এই আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি৷ বাংলা গানের মেধাবীদের আমরা তুলে ধরতে চাই৷ আরটিভির এই আয়োজনের জন্য ধন্যবাদ জানাই।’

ইয়াং স্টার এর সম্মানিত বিচারক ইবরার টিপু বলেন, ‘এটা অনেক বড় একটা দায়িত্ব। হাজার হাজার গান থেকে বাছাই করে সেরাদের নির্বাচন করা৷ আমি খুব আনন্দ নিয়ে কাজটি করছি। নিজেও অনেক কিছু শিখছি৷ সকল প্রতিযোগীদের অভিনন্দন জানাই।’

প্রতীক হাসান বলেন, ‘এটা অনেক বড় একটা প্লাটফর্ম তাদের জন্য যারা গানকে মনে প্রাণে লালন করেন এবং তা সবার মাঝে ছড়িয়ে দিতে চান৷ যারা এখানে অংশ নিয়েছেন সবাই খুবই মেধাবী। সবারই সেরা হওয়ার যোগ্যতা রয়েছে। আশা করছি একটি উপভোগ্য প্রতিযোগিতা দেখবো এখানে।’

পড়শী বলেন, ‘এই আয়োজনে আমার অংশ নেয়াটা দারুণ একটা অনুভূতি আমার জন্য৷ ১৩ বছর আগে আমি নিজেও এমন একটা রিয়েলিটি শো থেকে এসেছিলাম। আজ বিচারক। তাই ‘ইয়াং স্টার’কে আমি মন থেকে ফিল করতে পারছি। আশা করি এই আয়োজন গানের আঙিনায় নতুন মাত্রা যোগ করবে।’

এই অনুষ্ঠানের প্রযােজক সােহাগ মাসুদ বলেন, ‘ছড়িয়ে ছিটিয়ে থাকা তরুণ সংগীত প্রতিভাকে সবার কাছে তুলে ধরতেই এই আয়োজনের পরিকল্পনা। অভাবনীয় সাড়া পেয়েছি আমরা। ১২ হাজারেরও বেশি প্রতিযোগী গান পাঠিয়েছিলেন রেজিস্ট্রেশন করে। সেখান থেকে আমরা ১৫০ জনকে নিয়ে মূল পর্ব শুরু করছি। আশা করছি সবার মন ছুঁয়ে যাবে ‘ইয়ং স্টার’।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ