Connect with us

Jamjamat

রোশান – শিবা আলী’র জামদানি পল্লীতে শুরু ‘জামদানি’ চলচ্চিত্রের শুটিং

চলচ্চিত্র

রোশান – শিবা আলী’র জামদানি পল্লীতে শুরু ‘জামদানি’ চলচ্চিত্রের শুটিং

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাজধানীর ডেমরা জামদানি পল্লীতে দৃশ্য ধারণের মধ্যে দিয়ে শুরু হলো সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘জামদানি’র শুটিং। সিনেমার পরিচালক অনিরুদ্ধ রাসেল নিজেই নিশ্চিত করেছেন এ তথ্য।

জানা গেছে, প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও শিবা আলী খান। আগামীকাল শুক্রবার থেকে অংশ নেবেন- শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, আলী রাজ, বিলাশ খান, ইকবাল প্রমুখ।

সিনেমার গল্পের বিষয়ে পরিচালক বলেন, ‘জামদানি পল্লীর মানুষের বাস্তব জীবনকে তুলে ধরা হবে ‘জামদানি’ সিনেমায়। দেশের জন্য এই পল্লী এলাকার মানুষের অক্লান্ত পরিশ্রম ও অবদানকে নিয়ে সাজানো সিনেমার কাহিনি। একটানা কাজ করে শেষ হবে সিনেমাটির শুটিং। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের প্রথম দিকে সিনেমাটি মুক্তি পাবে।’

মোস্তফা মননের কাহিনিতে বাংলাদেশের বিভিন্ন জামদানি পল্লী এবং জামদানি ইতিহাস গবেষণা করে নাট্য অভিনেতা আবুল কালাম আজাদ এক বছর ধরে সিনেমার চিত্রনাট্য সাজিয়েছেন। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রাসেল। ২০২১ সালে সরকারি অনুদান পায় সিনেমাটি। তবে, এর আগেই প্রায় তিন বছর গল্প নিয়ে গবেষণা করেছেন নির্মাতা।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top