Connect with us

Jamjamat

সোমবার চ্যানেল নাইনে সুমন -স্বাগতা’র ‘লাভার বয়’

একক নাটক

সোমবার চ্যানেল নাইনে সুমন -স্বাগতা’র ‘লাভার বয়’

সোমাবার ( ১৮ অক্টোবর) রাত ৮ টায় চ্যানেল নাইনে প্রচারিত একক নাটক ‘লাভার বয়’। রচনা রুহুল আমিন পথিক। নাটকটি পরিচালনা করেছেন চন্দন চৌধুরী। প্রযোজনা করেছেন আইনূল হক আদিল।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় কনেছেন- আনিসুর রহমান মিলন, স্বাগতা, এম এ সালাম সুমন, এলিজা, সন্জিব, আনোয়ার প্রমুখ।

গল্পে দেখা যাবে- আকাশ রাজু ২ বন্ধু তারা গার্লফ্রেন্ডদের কাছে সব সময় নিজেদের কে অনেক বড় পরিবারের সন্তান হিসাবে শোআপ করে। গার্লফ্রেন্ড নিয়ে দুই বন্ধু ঢাকার বাইরে ঘুরতে গিয়ে পরে বিড়ম্বনায়। খাবার রিসোট ভাড়া পরিশোধ করতে পারে না। তখন তাদের গার্লফ্রেন্ড কে ব্যবসায়িক কাজ আছে বলে বাইরে গিয়ে একজন অন্ধ আরেকজন পঙ্গু সেজে ভিক্ষা করতে থাকে। ভিক্ষা করতে গিয়ে ঘটে বিভিন্ন বিড়ম্বনা এবং মজার ঘটনা। একদিন রিসোট বয় তাদের ভিক্ষা করতে দেখে তাদের গার্লফ্রেন্ডের কাছে বলে দেয়। প্রথমে তারা বিশ্বাস করতে না চাইলেও পরবর্তী তে তাদের আচরণে সন্দেহ জাগে। এবং শেষ পর্যন্ত ভিক্ষা করা অবস্থায় তাদের গার্লফ্রেন্ডের কাছে ধরা পড়ে।

অভিনেতা সুমন বলেন, লাভার বয় নাটকটি দুই বন্ধুর গল্পে এগিয়ে গেছে। এতে আমি এবং মিলন ভাই দুই বন্ধুর চরিত্রে অভিনয় করি। খুবই মজার এবং ইমোশনাল একটি কাজ। আশাকরি দর্শকদের ভালো লাগবে।

Click to comment

Leave a Reply

More in একক নাটক

To Top