Connect with us

Jamjamat

আইসিইউতে অভিনেতা উজ্জলের স্ত্রী

চলচ্চিত্র

আইসিইউতে অভিনেতা উজ্জলের স্ত্রী

বাংলা চলচ্চিত্রের মেগাস্টার অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জলের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন।

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির মেগাস্টার হিসেবে পরিচিত অভিনেতা আশরাফ উদ্দিন উজ্জলের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি হাসপাতালের উন্নত চিকিৎসা সেবা দিতে আইসিইউতে রাখা হয়েছে।

৮ অক্টোবার শুক্রবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন এই অভিনেতা নিজেই। লিখেছেন- আমার জীবনের সংসার হঠাৎ থমকে গেল। সবকিছু এলোমেল হয়ে যাচ্ছে। আল্লাহ একমাত্র ভরসা। সবাই দোয়া করবেন।

এদিকে উজ্জলের স্ত্রীর অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন সাবেক সহকর্মী জীবন্ত কিংবদন্তী অভিনেত্রী শবনম। তিনি বলেন, এ বয়সে কারো অসুস্থতার খবরে স্বাভাবিকভাবে ভেঙে পড়ি। আমারও বয়স হয়েছি, বুঝতে পারি উজ্জল সাহেবের ভেতরে এখন কি চলছে। সৃষ্টিকর্তার কাছে তার স্ত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করছি।

প্রসঙ্গত, আশির দশকে ঢাকায় নির্মিত ব্যবসাসফল ‘কারণ’ সিনেমায় শবনমের বিপরীতে জুটি বেধেছিলেন মেগাস্টার উজ্জল। এছাড়াও এ সিনেমায় ববিতা ও মাহমুদ কলি অভিনয় করেছেন।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top