শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৫৬ অপরাহ্ন
Uncategorized

বাংলাদেশে এলেই উপলব্ধি করি যে আমি বাঙালি : খরাজ মুখার্জি

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

কলকাতার জনপ্রিয় অভিনেতা খরাজ মুখার্জি। বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রয়োজনা ‘প্রিয়া রে’ সিনেমায় শুটিং করতে তিনি এখন চাঁদপুরে। তার সঙ্গে কাজ করতে এই সিনেমায় কলকাতা থেকে এসেছেন টালিউডে জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, অভিনেতা রজতাভ দত্তও।

অভিনেতা খরাজ মুখার্জির হয়ে গেল প্রাণবন্ত এক আড্ডা ও আলোচনার ফাঁকে তিনি তার নতুন ছবির চরিত্র নিয়ে বলেন, ‘এ সিনেমায় আমি নায়কের বাবা। যে কি না যুবক বয়সে ডাকাত ছিলো। ডাকাত মানে বিরাট ডাকাত। একে ধরে তো ওকে মারে। ভয়ানক সব কারবার। সেই লোক পড়ন্ত বয়সে এসে চলতে টলতে পারে না। ছেলের উপর ভর দিয়ে চলতে হচ্ছে।

বেশ ইন্টারেস্টিং একটা চরিত্র। বলতে পারেন যে এমন একটা চরিত্রের অপেক্ষায় ছিলাম আমি। আগে কখনো করা হয়নি। আর পরিচালক পূজনকে আমি আগে থেকেই চিনি। ওর প্রথম সিনেমা এটা। বেশ গুছিয়ে কাজ করছে। ভালো লাগছে খুব কাজ করতে।’

তিনি চাঁদপুরের অঁজপাড়াগায়ে এসে শুটিং, অভিজ্ঞতা কেমন জানতে চাইলে খরাজ বলেন, ‘অসাধারণ। আগে কয়েকবার বাংলাদেশে শুটিং করতে এসেছি। কিন্তু এই রকম পরিবেশ পেলাম এই প্রথম। পুকুরে হাঁস গোসল করছে, মাছ লাফাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাক। চারদিকে গ্রামের মানুষ, গ্রামীন ঘরবাড়ি। ভীষণই শান্ত পরিবেশ।

একটা ব্যাপার কি জানেন তো, এই বাংলাদেশে এলেই উপলব্দি করি যে আমি বাঙালি। আমার ধারণা কলকাতার সবাই এটা ফিল করেন। কারণ কলকাতায় বাংলায় কথা বলছি এটুকু ছাড়া আর কিছুতে কিন্তু বাঙালিয়ানার সেই ভাব বা আচারটা নেই। বাংলাদেশে পা রাখতেই যেটা অনুভব করা যায়। আর আমি ব্যক্তিগতভাবে গ্রাম খুব পছন্দ করি। করোনাকালীন পুরো দেড় বছর কাটিয়েছি বীরভূমে আমার গ্রামের বাড়িতে। সেখানে চাষ করেছি, বাগানের ঘাস কেটেছি। একেবারে অন্য একটা জীবন। এখানে এসেও সেটা ফিল হচ্ছে। সেদিক থেকে ‘প্রিয়া রে’ সিনেমায় কাজের অভিজ্ঞতা আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। সেলিম খান ভাইকে ধন্যবাদ তিনি চাঁদপুরের এই গ্রামে এনে কাজ করার সুযোগ করে দিলেন।’

তবে কিছু বিষয় নিয়ে আফসোসও করলেন এই নন্দিত অভিনেতা। তিনি বলেন, ‘বাংলাদেশে শুটিংয়ের কিছু প্রবলেম হয়। যেমন এখন প্রচুর গরম। এই গরমে টেকা মুশকিল। একটা ভ্যানিটি ভ্যান থাকলে ভালো হতো। শিল্পীরা বিশ্রাম নিতে পারতাম। তাছাড়া শিল্পীদের নিরাপত্তা, মেকাপের জন্যও ভ্যানটি কাজে লাগে। সেলিম ভাইয়ের সাথে আলাপ হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শিগগিরিই ভ্যান কিনবেন।’

দুই বাংলার সিনেমা নিয়ে আশাবাদী খরাজ মুখার্জি। তিনি বাংলাদেশের অনেক শিল্পীর প্রশংসাও করলেন। তিনি বলেন, ‘এখানে অনেকেই আছেন তুখোড় অভিনেতা। একটা সময় মনে হতো যে আমি বিরাট একটা কেউ। কিছু জনরায় আমার মতো কেউ নেই। কিন্তু আপনাদের চঞ্চল, মোশাররফ করিমদের দেখে মনে হয় ওরে বাবা, ওরা কি দুর্দান্ত। জয়া আহসানের কথা তো না বললেই নয়।

ও যখন ‘বিসর্জন’ করলো অবাক হয়ে গেলাম ওর কাজ দেখে। আমার মনে আছে ওকে বলেছিলাম, ‘ওরে দিদিভাই, তোমার পাসপোর্টটা আমায় দিয়ে দাও। তোমাকে আর বাংলাদেশে যেতে দেবো না। ও হচ্ছে জাত শিল্পী। ওদের সঙ্গে আমার নিয়মিতই যোগাযোগ হয়।

নিয়মিত কথা হয় আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীদের সঙ্গেও। কি দারুণ অভিনয় করে ওরা। অল্প বাজেটের নাটকে ওরা যা করে সেটা তো অসাধারণ। ভীষণ জনপ্রিয় কিন্তু ওরা কলকাতাতেও।’

খরাজ মুখার্জি প্রশংসায় ভাসালেন ‘প্রিয়া রে’ সিনেমার নায়ক শান্ত খানকে। তিনি বলেন, ‘ও ভীষণই শান্ত আর লাজুক একটা ছেলে। খুব পরিশ্রম করতে পারে। প্রতিনিয়তই জ্বালিয়ে মারছে ভালো অভিনয় কীভাবে করতে হয় সেটা শেখানোর জন্য। প্রতিটি শট দিয়ে বলছে, এটা ভালো হলো কি না। এই যে ভাবনাটা এটাই একজন অভিনেতা হয়ে উঠতে বেশি জরুরি। ওর জন্য আমার আশির্বাদ থাকলো। ও একদিন ভালো করবে। আরও পরিণত হয়ে উঠবে।’

এই অভিনেতা জানান, মঞ্চে তিনি প্রচুর নাটক লিখেছেন, অভিনয় করেছেন। পরিচালনাও করেছেন। টিভির জন্যও অনেক নাটক নির্মাণ করেছেন তিনি। তার ইচ্ছে আছে সিনেমা পরিচালনার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ