বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
Uncategorized

চাষী নজরুলের স্ত্রী জোৎস্না কাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আজ মঙ্গলবার বিকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। টাটানগর থেকে বিএফডিসি’ শিরোনামের গ্রন্থের লেখিকা প্রখ্যাত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের স্ত্রী জ্যোৎস্না কাজী আর নেই (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

তিনি কক্সবাজার থেকে মুঠোফোনে আজকালের খবরকে জানান, পরিচালক মরহুম চাষী নজরুল ইসলাম ভাইয়ের সহধর্মিনী জোৎস্না কাজী আজ বিকালে আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

তিনি বলেন, যেহেতু চাষী ভাইয়ের মেয়ে দেশের বাইরে থাকেন, তাই ভাবীর মরদেহ আপাতত মরিচুয়ারিতে থাকবে। মেয়ে দেশে ফিরলে পারিবারিকভাবে দাফনের ব্যাপারে কথা হবে।

চাষী নজরুলের সহধর্মীনির মৃত্যুতে শোক প্রকাশ করে সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

প্রসঙ্গত ২০১৮ সালে ২৫ মার্চ চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ‘টাটানগর থেকে বিএফডিসি’ শীর্ষক বইটি রচনা করেন তার স্ত্রী জোৎস্না কাজী।

চাষী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৯৪১ সালের ২৩ অক্টোবর, মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ