বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পূর্বাহ্ন
Uncategorized

গন্তব্য বহুদূর, শুধু কাজ করে যেতে চাই- সবুজ খান

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

শোবিজ মানেই নতুন কিছু। যেখানে প্রতিনিয়ত স্বপ্নবাজদের আনাগোনা। এক আকাশ স্বপ্ন নিয়ে যেখানে যুক্ত হচ্ছেন প্রতিভাবান অজস্র তরুণ তরুণী। অভিনেতা, অভিনেত্রী থেকে শুরু করে নির্মাতা হিসেবেও এখানে জায়গা করে নিচ্ছেন অসংখ্য মেধাবী। কাজের যোগ্যতা দিয়ে কেউবা টিকে যাচ্ছেন আবার যোগ্যতার অভাবে অনেকেই হারিয়ে যাচ্ছেন সময়ের স্রোতে। তবে ২০০০ থেকে ২০২০ দশকের মধ্যে নির্মাতা হিসেবে যেসব মেধাবী নির্মাতারা শোবিজে পা রেখেছেন, তাদের মাঝে বেশকিছু নির্মাতা তাদের সু-নির্মানের যাদু দিয়ে নিজের নামের আলো ছড়িয়েছেন। তেমনই একজন মেধাবী নির্মাতার নাম সবুজ খান। যিনি একাধারে একজন বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা এবং টেলিভিশন নাটকের পরিচালক।

সবুজ খানের জন্মগ্রহণ ও বেড়ে ওঠা টাঙ্গাইল জেলার মধুপুরে। একজন চিত্রগ্রাহক হিসাবে মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেছিলেন। কিন্তু তার ধ্যানে-জ্ঞানে ছিলো পরিচালক হবার প্রচন্ড বাসনা। যার কারণে একটা সময় তিনি টেলিভিশন নাটক পরিচালনার দিকে পা বাড়ান। আর নিজের কাজের দক্ষতা দিয়েই জায়গা করে নেন পরিচালক হিসেবে।

সবুজ খান পরিচালিত প্রথম টেলিভিশন নাটকটি ছিলো ‘গণিকা এখন আমি’ (২০১২)। যেখানে তার সুনিপুণ পরিচালনা আকৃষ্ট করে দর্শকদের নজর। এর পর থেকেই মিডিয়া পাড়ায় নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন তিনি। একে একে এ পর্যন্ত তিনি প্রায় ২৫ টি নাটক পরিচালনা করেছেন। তৈরী করেছেন নিজের আলাদা একটি অবস্থান।

এদিকে নির্মাতা হিসেবে বড় পর্দাতেও নাম লিখেছেন সবুজ খান। ইতোমধ্যেই নির্মান করেছেন তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র “রজকিনী চণ্ডীদাস”। এটি খুব তাড়াতাড়ি মুক্তি পাবে বলে জানালেন তিনি। নিজের কাজ আর ভাবনা নিয়ে তিনি বললেন- আমি কাজের মানুষ। সবসময় কাজ করতেই ভালোবাসি। আর কাজের মাধ্যমেই নিজের যোগ্যতার প্রমাণ দিতে চাই। সারাজীবন যেন আপনাদের ভালো ভালো কাজ উপহার দিতে পারি সে জন্য শুধু আপনাদের দোয়া, ভালবাসা ও সাপোর্ট চাই।

সবুজ খানের উল্লেখযোগ্য কাজগুলোর মধ্য রয়েছে-
১. ‘গণিকা এখন আমি’ – অভিনয়ে- ′আ.খ.ম হাসান, ফারজানা ছবি, শতাব্দী ওয়াদুদ।
২. ‘কপাল’ – অভিনয়ে- আ.খ.ম হাসান, সূচনা সিকদার, কঁচি খন্দকার।
৩. ‘কালো মেক-আপ’ – অভিনয়ে- সানজিদা তন্ময়, তৌসিফ মাহবুব, মনিরা মিঠু।
৪. ‘অভিমানিনী’ – অভিনয়ে • অহনা, তৌসিফ মাহবুব, এলেন শুভ্র।
৫. ‘কমিউনিকেশনগ্যাপ’ – অভিনয়ে • সোনিয়া হোসেন, তৌসিফ মাহবুব, সূচনা সিকদার।
৬. ‘গল্প হলেও পারতো’ – অভিনয়ে • সাফা কবির, তৌসিফ মাহবুব, তমাল মাহবুব।
৭. ‘গাঁয়ের মানুষ’ – অভিনয়ে • সূচনা সিকদার, সিদ্দিকুর রহমান, এ আই বাচ্চু।
৮. ‘যুদ্ধের শেষ অংশ’ – অভিনয়ে • সূচনা সিকদার, সিদ্দিকুর রহমান, এ আই বাচ্চু।
৯. ‘পারবোনা ছাড়তে তোকে’ – অভিনয়ে • তানজিন তিশা, তৌসিফ মাহবুব, আফফান মিতুল।
১০. ‘গল্পের শেষ কোথায়’ – অভিনয়ে • স্বাগতা, সিদ্দিকুর রহমান, কল্যান কোরাইয়া।
১১. ‘বিবাহিত বনাম অবিবাহিত’ – অভিনয়ে • সিদ্দিকুর রহমান, সূচনা সিকদার, তারেক মাহামুদ।
১২. ‘বকবক বক্কর’ – অভিনয়ে – সাহেদ শরীফ খান, নাদিয়া আহামেদ, আমিন আজাদ।
১৩. ‘ভালোবাসা এই পথে গেছে’ – অভিনয়ে – শ্যামল মওলা, শ্রেয়সী খান, সাইকা আহামেদ।
১৪. ‘যোগ্য শিষ্য’ – অভিনয়ে • মুসাফির সৈয়দ, তারিক স্বপন, সূচনা শিকদার।

এর মধ্যে ‘পারবোনা ছাড়তে তোকে’ নাটক টি দারুণ আলোচিত। নিজের মেধা ও কাজের যোগ্যতা দিয়ে সবুজ খান নিজেকেই ছাড়িয়ে যেতে চান। তিনি বিশ্বাস করেন, পরিশ্রম কখনও বৃথা যায়না। আর তাই তিনি শুধু একের পর এক কাজ করে যেতে চান। কারণ, একমাত্র কাজই তাকে পৌঁছে দিবে তার স্বপ্নের ঠিকানায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ