টেলিভিশন
তৃতীয় বিয়ে করছেন অপূর্ব!
চুপিসারে তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। পাত্রী প্রবাসে বসবাস করেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। মঙ্গলবার (৩১ আগস্ট) ঘরোয়াভাবে অনুষ্ঠিত হয়েছে এই অভিনেতার গায়ে হলুদ। চলতি মাসেই বিয়ে। এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট একটি সূত্র।
এ ব্যাপারে জানতে অপূর্বর ব্যবহৃত মুঠোফোনে মঙ্গলবার রাত ১১টা ১০ মিনিটে একাধিকবার কল দিলে রিসিভ না করে কেটে দেন তিনি।
এর আগে, গত বছর নাজিয়া হাসান অদিতির সাথে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান, নাজিয়া হাসান অদিতি।
উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।
