Connect with us

Jamjamat

সালহা খানম নাদিয়া অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন

টেলিভিশন

সালহা খানম নাদিয়া অভিনয় থেকে বিরতির ঘোষণা দিলেন

এ সময়ের অন্যতম দর্শকজনপ্রিয় অভিনেত্রী ও মডেল সালহা খানম নাদিয়া পারিবারিক সমস্যার কারণে অভিনয় থেকে ১৫ দিনের বিরতি নিচ্ছেন।

রবিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে নাদিয়া বলেন, “আমার পরিবারের সাথে একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে আমি আগামী ১৫ দিন বা পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত আমার সকল শিডিউল বাতিল করছি। আমার সময়সূচি বাতিল করার জন্য আমি অত্যন্ত দুঃখিত। দয়া করে আমাকে একটু সময় দিন। আমি শিগগির আপনাদের কাছে ফিরে আসব। আমার পরিবারের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ খাইরান।”

তবে কী এমন দুর্ঘটনা ঘটেছে সে বিষয়ে এখনও কিছু জানাননি ছোটপর্দার পরিচিত মুখ নাদিয়া। এদিকে নাদিয়ার পোস্টে তাকে সান্ত্বনা জানিয়ে ভক্তরা শক্ত থাকার অনুরোধ জানিয়েছেন।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top