বুধবার, ০৮ মে ২০২৪, ০৮:৫৬ অপরাহ্ন
Uncategorized

সিনেমা’র গানে অবন্তী সিঁথি

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : রবিবার, ২২ আগস্ট, ২০২১

২০১৮ সালে ‘সারেগামাপা’তে অংশ নেবার পর অবন্তী দেব সিঁথি’র সিনেমায় আর গান গাওয়ার সুযোগ হয়ে উঠেনি। অবশেষে এরইমধ্যে ওটিটি প্লাটফরমে মুক্তিপ্রাপ্ত মিজানুর রহমান আরিয়ানের সিনেমা ‘নেটওয়ার্কের বাইরে’তে তার গান গাওয়ার সুযোগ হয়েছে। গানের শিরোনাম ‘কোন এক রূপকথার জগতে’। গানটি লিখেছেন তরুন মেধাবী গীতিকার সোমেশ্বর অলি, সুর সঙ্গীত করেছেন সাজিদ সরকার। এতে অবন্তী সিঁথি’র সঙ্গে গেয়েছেন রেহান রসূল।

গানটি প্রসঙ্গে সারেগামাপা বলেন,‘ ব্যক্তিগতভাবে আমার এই গানটি ভীষণ পছন্দ। রেকর্ডিং করেছি অনেক আগে। আমাকে পাঠানো রাফ ট্র্যাকটাই বারবার শুনে আমার ভীষণ ভালোলেগেছিলো। অলি ভাই এবং সাজিদ ভাইয়ের রসায়ন আমার কাছে দুর্দান্ত লেগেছে। তারা দু’জন একসঙ্গে কাজ করলে দারুণ কিছু সৃষ্টি হয়-এই গান করতে এসে আমার তাই মনে হলো। আর নির্মাতা’র কাজ আমার কাছে সবসময়ই একটু অন্যরকম মনে হয়েছে। নেটওয়ার্কের বাইরেও ঠিক তাই। সারেগামাপা’ থেকে আসার পর মুভিতে এটাই আমার প্রথম কাজ। আশা করছি সামনে আরো সিনেমায় গান গাওয়ার সুযোগ হবে।’

অবন্তী সিঁথি জানান তিনি সারেগামাপা’তে যাবার আগে আহম্মেদ হুমায়ুনের সুর সঙ্গীতে সিনেমায় গান গেয়েছিলেন। এদিকে অবন্তী নিজের লেখা ও সুরে ‘পাখির মতো উড়ি’ শিরোনামের একটি গান শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন। এছাড়াও ‘যেভাবে ডাকে’ লেখা ও সুর : রাহুল দত্ত), ‘কতোদিন বাড়ি যাইনা’ (লেখা : শেখ রানা, সুর এহসান রাহী), ‘কাউকে কখনো খুব ভালোবেসোনা’ লেখা ও সুর : আশীষ বৈদ্য) গানগুলোও ধীরে ধীরে প্রকাশ পাবে। অবন্তী’র বড় বোন সেতু ও ছোট বোন স্মৃতি

অবন্তী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে পড়াশুনা শেষ করেছেন। তার প্রথম মৌলিক গান ‘তোমার জন্য’ প্রকাশিত হয় ২০১৪ সালে। এটি লিখেছিলেন সুহৃদ সুফিয়ান এবং সুর করেছিলেন সজীব দাস। ‘সারেগামাপা’তে তিসি ১৪’তম হয়েছিলেন। ‘সারেগামাপা’ থেকে ফিরে এসে প্রথম মৌলিক গান ছিলো ‘তুমি বৃষ্টি ভালোবাসো’। এটি গৌতম ঘোষালের লেখা ও সুর করা। পরবর্তীতে রবীন্দ্রনাথ হাসছিলো দেয়ালে, আলোয় আলোয়, চোখে চোখে কথা হোক, আরেকটু পর, মনের ডায়েরী, ভালোবেসেই দেখোনা’সহ আরো বেশকিছু গানে কন্ঠ দেন অবন্তী দেব সিঁথি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ