শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:১২ পূর্বাহ্ন
Uncategorized

শোক দিবসে সেলিম খানের কথায় ও সুরে বঙ্গবন্ধুকে নিয়ে গান করলেন মমতাজ

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৪ আগস্ট, ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে গান করলেন লোকসংগীতের ফোক সম্রাজ্ঞী মমতাজ। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীর জন্য গানটি তৈরি করা হয়েছে। সম্প্রতি রাজধানীর মগবাজারস্থ ফোকাস-স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। পাশাপাশি গানটির ভিডিও করা হয়। ‘বঙ্গবন্ধুর এই বাংলাদেশে শেখ হাসিনার এ দেশে’ শিরোনামের গানটি লিখেছেন ও সুর করেছেন সেলিম খান (প্রযোজক, শাপলা মিডিয়া)। মিউজিক শামীম মাহমুদ। ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিক উপলক্ষে সিনেবাজ ও ভয়েজ টিভির ইউটিউবে গানটি প্রকাশ পাবে।

ফোক সম্রাজ্ঞী মমতাজ বলেন, বঙ্গবন্ধু নামটাই আমাদের একটা অন্য রকম অনুভূতির জায়গা। বললেই মনে হয় বাংলাদেশ মানে বাংলাদেশ বঙ্গবন্ধু। এই দুইটা জিনিসের মাঝে আমাদের কাছে আমরা যারা দেশকে ভালোবাসি। এদেশের মাটি ও মানুষের সাথে যারা মিশে আছি তাদের অনুভূতির যায়গা অন্য রকমের জায়গা হচ্ছে বঙ্গবন্ধু। সত্যি কার অর্থে করোনা মহামারির মধ্যে দেশের সার্বিক যে অবস্থা বের হওয়া, গান করা, প্রোগ্রাম করা সেটা অভাবে সাহস করি না। তারপরেও লকডাউনের পরপরে দেখা যায় যে বঙ্গবন্ধুর এই শোকের মাস আগষ্ট মাস আসলে আমরা যারা তাকে প্রান দিয়ে অনুভাব করি ভালোবসি তারা ঘরে বসে থাকতে পারি না। সেই কারনে গানটার কথা যখন আমাকে বলা হলো জাতির পিতাকে নিয়ে গানটি তখন আমি বললাম যে আমি যাবো। এসে আমি গানটি শুনি, কথা, সুর এবং মিউজিক সব কিছু মিলিয়ে একটা সুন্দর হয়তো। তাই আমার কাছে মনে হলো গানটি এই সময়ের উপযোগী। গানটি অনেক চমৎকার লেখা। সেখানে শুধু বঙ্গবন্ধু না, বঙ্গবন্ধুর রক্ত যার শরীরে আমরা বুঝি সেই জাতির পিতার কন্যা দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়েও অনেক কথা এটার মধ্যে আছে।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে ১৫ আগষ্ট হত্যা করার মধ্যে দিয়ে তার ইতিহাস তাকে মুছে ফেলার যে ষড়যন্ত্র ছিলো। আজকে যদি তার কন্যা শেখ হাসিনা যদি এই জায়গাতে যদি না আসতে পারতো সেই ইতিহাস পরের প্রজন্ম যানতে পারতো না। এটাই হলো গানটার মধ্যে মূলকথাটা। বঙ্গবন্ধুর কন্যা তুমি ছিলে বলেই আজকে বঙ্গবন্ধু অমর হয়ে আছে। তার সেই ইতিহাসটা নতুন প্রজন্ম যানতে পারলো, সেইটাই কিন্তু গানটির মধ্যে আছে। যে কারনে একাবারে সময় উপযোগী গান এবং চমৎকার কথা, সুর ও মিউজিক। সবকিছুই মিলে গানটি ভালো হয়েছে। আমার যারা দর্শক শ্রোতারা আছে আশা করি তাদের ভালো লাগবে।

সেলিম খান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। বাংলাদেশ সৃষ্টি হয়েছে তার জন্যই। এ মহান মানুষটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই এ গানটি লেখা। কেমন হয়েছে তা নির্ধারণ করবে দর্শক। তবে বেশ সময় নিয়ে গানটি করেছি। আশা করছি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানানোর জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস দর্শক শ্রোতাদের পছন্দ হবে। আর আমার লেখা এই গানটি শাহাদাত বার্ষিকীতে উৎসর্গ করলাম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ