চলচ্চিত্র
আবুল হোসেইন মাহমুদ’র নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পরিণতি”
স্ত্রী হোক বা পর মহিলা- ইচ্ছার বিরুদ্ধে স্বামী যখন অতি সুখ লাভের আকাঙ্খায় নরপশু-জানোয়ারের মত ব্যবহার বা অত্যাচার করে তার ফল যে কত ভয়ানক তা ফুটিয়ে তোলা হয়েছে “আবুল হোসেইন মাহমুদ” পরিচালিত শর্ট ফিল্ম “পরিণতি” তে এই শর্ট ফিল্মে অভিনয় করেছেন ডেডিকেটেড & দুর্দান্ত অভিনেত্রী কাজী নওশাবা ও আরেফিন জিলানী পরিচালকের কাছে এই ব্যপারে জিজ্ঞাসা করলে সে একটা কথাই বার বার বলেছে এই কাজটি বাংলাদেশের আর কোন অভিনেত্রী করতে পারত বা করত কিনা জানিনা কারন আমিরা পুরো কাজটা এক টেকে করেছে স্ক্রিপ্ট অনুযায়ী ।
নাটকে স্বামী সারাদিন কাজ করে আসার পর যখন স্ত্রীর কাছে সুখ চাহিদা করে, স্ত্রী “না” বলার সত্ত্বেও যখন স্বামী যখন স্ত্রীর উপর পশুর মত অত্যাচার শুরু করে। আপন-পর, আগে-পিছে সব কথা ভুলে গিয়ে নরপশুর মত অত্যাচার শুরু করে যার ফল এত ভয়ানক তা বোঝানোর জন্যই নির্মাণ করা হয়েছে “পরিণতি”। যা শুভমুক্তি পাবে জনপ্রিয় ইউটিউব চ্যানেল ” সিনেমাটিক বিডি” তে৷ আশা করি সবার ভাল লাগবে৷ স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে একটি সুন্দর, স্বচ্ছ ও মসৃণ সম্পর্ক৷ তবে এই সম্পর্কের মধ্যেও কিছু বিধিনিষেধ আছে যেগুলো আমরা অনেকেই আমলে নিই না। স্বামী স্ত্রীকে ভালবাসবে এটাই স্বাভাবিক। সেই ভালবাসা হয় কথায়, আবেগে ও আচরণে। কিন্তু কিছু কিছু সময় আমাদের সমাজের পুরুষেরা সেই ভালবাসাকে কলঙ্কিত করে ফেলে। নিজের ঐচ্ছিক লালসাকে পুষতে গিয়ে প্রায়ই স্ত্রীর অন্তরের চাহিদাকে উপেক্ষা করে স্ত্রীর অনিচ্ছায় সুখ ভোগ করতে চায়৷ এটাই হচ্ছে মধুর সম্পর্কের মধ্যে একটি বিষময় পরিণয়।
নিজের লালসা পূরণের জন্য স্ত্রীকে জোরপূর্বক কাছে নেওয়াও ধর্ষনের শামিল৷ এই লালসা কতটা ভয়াবহ হয়ে উঠতে তারই একটি ধারণা দেওয়া হয় মিজানুর রহমান লাবু’র রচনায় আবুল হোসেইন মাহমুদ এর পরিচালনায় নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “পরিণতি” তে৷ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন আরেফিন জিলানী ও কাজী নওশাবা আহমেদ চিত্রগ্রহণে ছিলেন রাজন রম । দারুণ বাচনভঙ্গি ও অসাধারণ সংলাপ এর মিশ্রণে তাদের অভিনয়কে করে তুলেছে সমৃদ্ধ। আশা করা যায় আবুল হোসেইন মাহমুদ এর এই নির্মাণটি অনায়াসে সমাজের অপসংস্কৃতি দূর করতে সক্ষম হবে এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নিবে।
