শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৪:৫৭ অপরাহ্ন
Uncategorized

সিরাজগঞ্জ বেলকুচির ‘নিউ রজনীগন্ধা’ সিনেমা হল ভেঙে ফেলা হলো

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১

করোনা মহামারির মধ্যে বাংলাদেশে চলচ্চিত্রের শিল্পটি বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। একটি দেশের ইতিহাস-ঐতিহ্য, শিল্প-সংস্কৃতির বিকাশের অন্যতম মাধ্যম চলচ্চিত্র। কিন্তু পরিতাপের বিষয় সময়ের পরিবর্তনে আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি হারাতে বসেছি।

১৯৮৭ সালের শেষের দিকে সিরাজগঞ্জের বেলকুচিতে সিনেমা হলের গোড়াপত্তন হয়। ৯০ দশকে বাংলা সিনেমার স্বর্ণালী যুগ ধরা হয়। সেই সময়ে বেলকুচির প্রধান বিনোদনেরর মাধ্যম হিসাবে প্রতিষ্ঠিত হয় সিনেমা হল। তখন সিনেমা হলের সংখ্যা ছিলো ৯টি। বেলকুচি তাঁত প্রধান অঞ্চল হওয়া সুবাধে এখানে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষেরা শাড়ী, লুঙ্গি, গামছা উৎপাদনের কাজ করতো।

পুরো সপ্তাহ কাজ শেষে ছুটির দিনে তাদের ভালো লাগার উপলক্ষ্য ছিলো দল বেঁধে সিনেমা দেখা। বাঙালির বিভিন্ন উৎসবে (ঈদ, পূজো, বৈশাখ) নতুন চলচ্চিত্র বরাবরই ভিন্ন মাত্রা যোগ করতো। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীরা ছবির প্রমোশনে বেলকুচির সিনেমা হলগুলোতে আসতো।

বেলকুচিতে জনপ্রিয় সিনেমা হলগুলোর তালিকায় ছিলো নিউ রজনীগন্ধা, সাগরিকা, রেহানা, জলসা, সোহাগ। সর্বশেষ অবশিষ্ট ছিলো সাগরিকা, নিউ রজনীগন্ধা সিনেমা হল। সাগরিকা সিনেমা হল গত বছরের শেষের দিকে কর্তৃপক্ষ বিক্রি করে দেয়।

২০২১ সালে এসে সাগরিকা সিনেমার দেখানো পথে হেঁটেছে নিউ রজনীগন্ধা সিনেমা হল কর্তৃপক্ষ। বেলকুচির সর্বশেষ সিনেমা হলটির অবকাঠামো ১২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে ঠিকাদারের নিকট। হলটি ভেঙে নির্মিত হচ্ছে বাণিজ্যিক ভবন।

এ বিষয়ে সিনেমা হলটির কর্মচারী আল আমিন নিউজজি’কে বলেন, ‘বর্তমানে করোনা মহামারি সহ সিনেমা ব্যবসা মন্দা হওয়ায় আমাদের মালিকের আর্থিক অবস্থা খুবই শোচনীয়। দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় মালিক পক্ষ আমাদের ঠিকমতো বেতন দিতে পারছে না। সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে বলে আমাদের অনেকেই অন্য পেশায় চলে গেছে। আবার কেউ কেউ বেকার জীবন-যাপন করছে।

চলচ্চিত্র সহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন নিউ রজনীগন্ধা সিনেমা হলের অন্যতম স্বত্বাধিকারী আব্দুর রাজ্জাক মন্ডল। তিনি জানান, ২ যুগের বেশি সময় ধরে সিনেমা হলের সাথে পথচলা কত উত্থান পতন দেখেছি। হল মালিক, কর্মচারীদের কাছে ‘হাউসফুল’ শব্দটা যে কত আনন্দের সেটা বলে বোঝাতে পারবো না।

সেই সোনালী অতীত এখনো স্মৃতিতে দাগ কাটে। করোনাকালে তো সিনেমা হল বন্ধই! কিন্তু গত ৫ বছরে আমাদের সিনেমার মান ও বাজার নিম্নগামী। তাছাড়া অনলাইন ও বিভিন্ন ওয়েবসাইটে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র অল্প কয়েকদিনের ব্যবধানে পাওয়া যায়। যার ফলে সিনেমা হল একটা নির্দিষ্ট শ্রেণির দর্শক হারায়। সুনির্দিষ্ট পরিকল্পনা ও পদক্ষেপ গ্রহণের অভাবে আমাদের চলচ্চিত্রের আজকের অবস্থান!

চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠন কিংবা সরকারের পক্ষ থেকে কোনো বার্তা বা প্রণোদনা পেয়েছিলেন? উত্তরে আব্দুর রাজ্জাক মন্ডল বলেন, কোনো সংগঠন পাশে দাঁড়ায়নি, প্রণোদনাও পাইনি। বরং দেড় কোটি টাকা লোকসানের মুখে এই বয়সে ব্যবসা পরিবর্তন করতে হচ্ছে। অনেকটা বাধ্য হয়ে সিনেমা হল বন্ধ করে বাণিজ্যিক ভবন নির্মাণের সিদ্ধান্ত নিতে হয়েছে!

এ চিত্র শুধু সিরাজগঞ্জেই নয় দেশের অনেক এলাকার হলেরই পরিস্থিতি একই। কল্পনা বা স্বপ্নরে মতো লাগলেও দেশে দুই যুগের ব্যবধানে বন্ধ গেছে ১ হাজার ২০০ এর উপরে সিনেমা হল।

হল মালিক সমিতি থেকে পাওয়া তথ্য মতে, দেশে নব্বই দশকে ১ হাজার ৪৩৫টি সিনেমা হল ছিল। সেখান থেকে বর্তমানে হলের সংখ্যা দাঁড়িয়েছে ১৭০টিতে। বন্ধ হয়ে গেছে ১ হাজার ২৬৫টি সিনেমা হল। চালু থাকা ১৭০টির ভেতর নিয়মিত সিনেমা প্রদর্শন হয় ১১০টি সিনেমা হলে। বাকি ৬০টিতে অনিয়মিতভাবে সিনেমা প্রদর্শিত হয়।

সম্প্রতি সম্পূর্ণ বাংলাদশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবে দ্যুতি ছড়ালো সেখানে আমাদের চলচ্চিত্র হারিয়ে যাবে এটা বিশ্বাস করতে চাই না। আমরা বিশ্বাস করি দায়িত্বশীল কর্তৃপক্ষের হস্তক্ষেপে আমাদের চলচ্চিত্র আবার সগৌরবে আলো ছড়াবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ