মিউজিক
আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ন্যান্সি
জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন। দর্শকপ্রিয় কন্ঠশিল্পী অতীতকে ভুলে নতুন ভাবে জীবনটাকে সাজানোর পরিকল্পনা করেছেন।
জানা গেছে,বর্তমানে চলছে বিয়ের সার্বিক প্রস্ততি আসছে সেপ্টেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কন্ঠশিল্পী ন্যান্সি। পাত্র কে তা এখনই জানাতে চান না। বিষয়টি আরো পরে জানাবেন।
বুধবার (২৮ জুলাই) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ন্যান্সি লিখেন, ‘সংসার জীবনে বিচ্ছেদ মানেই মানসিক নিপীড়ন, পরিবারের দূর সম্পর্কের আত্মীয়দের টিপ্পনি, সমাজের নোংরা কথা…ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিন্ত নিজের ওপর ভরসা থাকলে এই কঠিন সময়টাও সহজ হয়ে যায়। আমার বেলায় তাই হয়েছে। দুটো মানুষ একে অপরের বিরক্তির কারণ না হয়ে বরং সম্মানের সাথে আলাদা হয়ে যাওয়াই শ্রেয়। নতুন পথে যাত্রা শুরু করলাম। তাই বলি, বিচ্ছেদ কখনো মধুরও হয়।’
আর পিছনে ফিরে তাকাতে চান না ন্যান্সি। সম্প্রতি দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। নতুন জীবন নিয়ে ভাবতে চান গায়িকা ন্যান্সি।
