বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন
Uncategorized

অভি মঈনুদ্দীনের কথা, সুরে গাইলেন কনা ও প্রতীক

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

সাংবাদিক অভি মঈনুদ্দীনের কথা ও সুরে নতুন একটি মৌলিক গানে কন্ঠ দিয়েছেন এই প্রজন্মের জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী দিলশাদ নাহার কনা ও প্রতীক হাসান। ‘আদরে আদরে’ শিরোনামের এই গানটির রেকর্ডিং-এর কাজ সম্পন্ন হয়েছে গেলো ১৫ জুলাই রাজধানীর কাকরাইলে সাউন্ড হ্যাকারের স্টুডিওতে। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান এবং সঙ্গীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। আগামী ঈদের পর গানটি নতুন ইউটিউব চ্যানেল ‘মেঘ’-এ প্রকাশের জন্য এর মিউজিক ভিডিও নির্মাণের কাজ সম্পন্ন হবে।

গানটি প্রসঙ্গে দিলশাদ নাহার কনা বলেন,‘ গানের কথা এবং সুর আমার কাছে ভালোলাগলে সেই গানই আমি গেয়ে থাকি। অভি ভাইয়ের সঙ্গে আমার পরিচয় প্রায় দুই দশকের। তাকে একজন সাংবাদিক হিসেবেই আমি চিনি-জানি। তিনি প্রথম আমাকে যেদিন গানটি গাইবার জন্য গানের কথা এবং সুর পাঠিয়েছিলেন, তখন আমি কিছুটা কনফিউজড ছিলাম। কিন্তু গানটির রেকর্ডিং-এর কাজ শেষ হবার পর আমার কাছে মনে হলো একটা দারুণ গান গাইলাম। আমি বা আমরা সাধারণত যে ধরনের গান গাইবার আগ্রহ প্রকাশ করি বারবার, এই গানটি ঠিক তেমনি একটি গান। আমার কাছে ভীষণ ভালোলেগেছে। চ্যানেল মেঘ’র জন্য শুভ কামনা এবং ধন্যবাদ অভি ভাই, ইউসুফ এবং সাউন্ড হ্যাকারকে। সেই সঙ্গে আমার সহশিল্পী প্রতীক হাসানকেও।’

প্রতীক হাসান বলেন,‘ পরিচয়ের শুরু থেকেই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে আমি কাকা বলেই ডাকি। তো, কাকা যে এতো চমৎকার গান লিখতে পারেন এবং সুর করতে পারেন এটা আমার জানা ছিলোনা। গানটির কথা এবং সুর আমার কাছে এক কথায় মন ছুঁয়ে গেছে। কনা আপা নি:সন্দেহে একজন গুনী শিল্পী, তারসঙ্গে এই গানটি শ্রোতা দর্শকের জন্য নতুন চমকই আমি বলবো। ইউটিউব চ্যানেল মেঘ’র জন্য অনেক শুভ কামনা এবং অভি কাকা, বন্ধু ইউসুফ ও সাউন্ড হ্যাকারের জন্য ভালোবাসা।’

অভি মঈনুদ্দীন বলেন,‘ চ্যানেল মেঘ থেকে যেদিনই আমাকে একটি গান করার জন্য বলা হলো-মাত্র এক মিনিটের মাথায় এই গানটির কথা ও সুর মাথায় আসে। তারপর ইউসুফের সঙ্গে আলোচনা করে কনা ও প্রতীক হাসানকে চুড়ান্ত করি। আমার লেখা ও সুরে এতো সুন্দর একটি গান হচ্ছে, ভাবতেই ভীষন ভালোলাগছে। কৃতজ্ঞ চ্যানেল মেঘ’র প্রতি। ‘চ্যানেল মেঘ’ কর্তৃপক্ষ জানায় আগামী ঈদের পর গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। তারপর ‘আদরে আদরে’ গানটি প্রকাশ পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ