বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১২:০০ অপরাহ্ন
Uncategorized

অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালে’তে ফেরদৌস

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : শনিবার, ১৭ জুলাই, ২০২১

এনটিভিতে প্রচার চলতি এই মুহুর্তের জনপ্রিয় রিয়েলিটি শো ‘অনন্য প্রতিভা’র আজ গ্র্যান্ড ফিনালে পর্বটি প্রচার হবে। অনুষ্ঠানটির প্রযোজক ওয়াহিদুল ইসলাম শুভ্র জানান, বেশ কয়েকিট চ্যালেঞ্জিং ধাপ পেরিয়ে গ্র্যান্ড ফিনালেতে মোট ১৮জন প্রতিযোগিতা প্রতিদ্বন্দীতা মুখোমুখি হবেন।

শুভ্র বলেন,‘ অনন্য প্রতিভা আমার প্রযোজনাকালীন সময়কালের শ্রেষ্ঠ একটা জার্নি বলা যেতে পারে। সবমিলিয়ে এক দারুণ অভিজ্ঞতা। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা যে তিনি ঠিকঠাকভাবে আমাকে সুস্থ রেখে অনুষ্ঠানটি শেষ করতে পেরেছি। সেইসাথে এই অনুষ্ঠানটি করতে গিয়ে জিপিএইচ ইস্পাতকে পাশে পেয়েছি। পাশে পেয়েছি শ্রদ্ধেয় লাভলু ভাই, শাওন আপা, হৃদয় ভাই’সহ আরো অনেককেই। ধন্যবাদ আমার প্রিয় এনটিভি, শানু, আইরিন, পুলক, সায়েম ও আলিশাকে। যারা এই অনুষ্ঠানে অংশগ্রহন করেছেন তাদের প্রত্যেকের কাছে আমি ঋনী। গ্র্যান্ড ফিনালে পর্ব’তে অতিথি হবার জন্য কৃতজ্ঞতা ফেরদৌস ভাইয়ের কাছে।’

ফেরদৌস আহমেদ বলেন,‘ অনেকদিন পর এই রিয়েলিটি শোতে অংশ নিয়ে আমার ভীষণ ভালোলেগেছে। অনন্য প্রতিভা’র সাথে সম্পৃক্ত শুভ্র’সহ সবাইকে আন্তরিক ধন্যবাদ। যেহেতু এই শো’তে বয়সের কোন সীমাবদ্ধতা ছিলোনা, তাই নানান বয়সী মেধাবীরা এতে অংশ নিতে পেরেছেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ আরো বেশ ক’জন অনন্য প্রতিভাবান খুঁজে পাবে। তবে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে অনন্য প্রতিভাবানদের খুঁজে বের করে তাদেরকে শুধু প্লাটফরমে এনে দাঁড় করিয়ে দিলেই হবে না, তাদেরকে কাজে লাগাতে হবে। আগামীতেও যেন অনন্য প্রতিভা আরো অনেক বেশি মেধাবীদের খুঁজে বের করতে যেন এগিয়ে আসেন।’

শুভ্র জানান আজ রাত নয়টায় এনটিভির পর্দায় ‘অনন্য প্রতিভা’র গ্র্যান্ড ফিনালে পর্বটি প্রচার হবে। রিয়েলিটি শো’টির অডিশন রাউন্ডের বিচারক হিসেবে ছিলেন শানু, আইরিন ও পুলক। তারাই মূলত দেশের ছয়টি বিভঅগ থেকে প্রথম ১৪২জন প্রতিযোগিকে খুঁজে নিয়ে আসেন। পরবর্তীতে সেখানে আরো আটজনকে যুক্ত করা হয়। ১৫০জন থেকে কোয়ার্টার ফাইনালের যাত্রা শুরু হয়। সেমি ফাইনালে গিয়ে ত্রিশ জন থাকে। বিচারকরা পরকর্তীতে ফাইনাল রাউন্ডের জন্য ১৮জনকে নির্বাচিত করেন। উপস্থাপক হিসেবে আছেন সায়েম সালেক ও আলিশা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ