মুক্তি পেল কাজল আরেফিন অমির কমেডি ফিল্ম ‘ঠান্ডা’। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে এটি মুক্তি পেয়েছে। এর কাহিনি মোহন, জিকু, সবুজ ও সিদ্দিককে ঘিরে। মোহন চরিত্রে মিশু সাব্বির, জিকু চরিত্রে জিয়াউল হক পলাশ, সবুজ চরিত্রে মারজুক রাসেল এবং সিদ্দিক চরিত্রে চাষী আলম অভিনয় করেছেন। এক অ্যাপার্টমেন্টে বাস করা এই চার যুবক প্রচন্ড গরম থেকে মুক্তি পেতে কিনে আনে মেরামত করা পুরনো এসি। সেই এসি ঘিরেই ঘটতে থাকে মজার সব ঘটনা আর তার থেকেই বেরিয়ে আসে একের পর এক অপরাধ এবং অপরাধী চক্রের কাহিনি।

জি-ফাইভ গ্লোবালের চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “বিশ্বজুড়ে আমাদের বাংলাভাষী দর্শকদের জন্য ‘ঠান্ডা’ মুক্তি দিতে পেরে আমরা আনন্দিত। প্রতিভাবান অভিনয়শিল্পীদের এই কমেডি ফিল্মটিতে দর্শকরা খুঁজে পাবেন হাস্যরসের খোরাক, যেমনটা অমির কনটেন্টে বরাবর খুঁজে পান দর্শকরা।” ১০ জুন থেকে জি-ফাইভে দেখা যাচ্ছে ‘ঠান্ডা’। অন্যান্য বাংলা অরিজিনালের মতো এটিও বিনামূল্যে উপভোগ করতে পারবেন বাংলাদেশের দর্শকরা।

Leave a Reply