Connect with us

Jamjamat

ইয়াসের তান্ডবের পর ক্ষতিগ্রস্ত এলাকায় পাশে দাড়ালেন মিমি চক্রবর্তী

চলচ্চিত্র

ইয়াসের তান্ডবের পর ক্ষতিগ্রস্ত এলাকায় পাশে দাড়ালেন মিমি চক্রবর্তী

বরাবরই দুর্যোগে বা যে কোনও রকম বিপদে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন মিমি। এ বার তার ব্যতিক্রম হল না। ইয়াসের তান্ডবের পর রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা করলেন মিমি ক্ষতিগ্রস্ত এলাকায়। আবহাওয়া দফতরের তরফে কিছুদিন আগে থেকেই ঘূর্ণিঝড় ইয়াসের সতর্কবার্তা ছিল। তার জন্য প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছিল। তা সত্ত্বেও গত বুধবারের ঝড়-বৃষ্টির পর ক্ষতিগ্রস্ত বেশ কিছু এলাকা। সেই সব ক্ষতিগ্রস্ত এলাকায় এ বার ত্রাণ পাঠানোর ব্যবস্থা করলেন মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)।

মিমি শুধুমাত্র অভিনেত্রী নন, তার আরও একটি পরিচয় রয়েছে। তিনি নির্বাচিত সাংসদ। ফলে সাংসদ হিসেবেও সাধারণ মানুষের প্রতি তাঁর দায়িত্ব কিছু কম নয়। বরাবরই দুর্যোগে বা যে কোনও রকম বিপদে ঝাঁপিয়ে পড়ে কাজ করেছেন মিমি। এ বার তার ব্যতিক্রম হল না। বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ কীভাবে পৌঁছে দেওয়া যাবে, কী কী কর্মসূচীর মাধ্যমে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে সাহায্য করা যাবে, সে বিষয়ে প্রশাসনিক বৈঠক করে ফেললেন মিমি। এ দিন রিলিফ সেন্টারও পরিদর্শন করেছেন। সেই সংক্রান্ত কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

মিমি টুইট করেন, ‘ঘূর্ণিঝড় ইয়াস এর পরবর্তী অবস্থায় আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রশাসনিক মিটিং ও ক্ষতিগ্রস্ত এলাকার রিলিফ সেন্টার পরিদর্শন করে ত্রাণের ব্যবস্থা … এই লড়াইয়ে আমরা সবাই ও আমাদের দল আপনাদের সাথে আছি।’ মিমি বরাবরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত কর্মী। তৃণমূল সুপ্রিমো তাঁকে যা দায়িত্ব দেন, মিমি পালন করার চেষ্টা করেন। এ বারও প্রাকৃতিক দুর্যোগের পরই কর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েছেন। আপাতত বিপর্যস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে, তাঁদের সাহায্য করাই লক্ষ্য তাঁর।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top