একক নাটক
চুপি-চুপি প্রেম’এ হিমি
Published on
আগামী ঈদের জন্য বেশ কয়েকটি নাটকের কাজ শেষ করেছে হিমি লকডাউন শুরু হবার আগেই। তারমধ্যে ‘চুপি চুপি প্রেম’ নামের একটি নাটকের কাজও শেষ করেছেন তিনি। নাটকটি নির্মাণ করেছেন মিঠু রায়। একই পরিচালকের আরো একটি নাটকে অভিনয় করেছেন, নাম ‘তোমায় দেখলে মায়া বাড়ে’। দুটি নাটকই আসছে ঈদে দুটি ভিন্ন চ্যানেলে প্রচার হবে বলে জানালেন হিমি।
হিমি বলেন,‘ দুটি নাটকের গল্পই চমৎকার। দুটি নাটকেই আমার সহশিল্পী আরশ। আমরা দু’জন সহ আরো যারা ছিলেন সবাই মিলে ভীষণ আন্তরিকতা নিয়ে কাজ দুটো করেছি। আশা করছি নাটক দুটো প্রচারে এলে দর্শকের ভালোলাগবে।’ এদিকে আগামী ঈদ উপলক্ষ্যে হিমি সোহাগ কাজীর পরিচালনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘চোরের উপর বাটপারি’ নাটকেও কাজ করেছেন।
এছাড়া তিনি সোহেল রানা ইমনের নির্দেশনায় মোশাররফ করিমের বিপরীতে ‘বিজ্ঞাপন’ নাটকে অভিনয় করেছেন। এছাড়াও হিমি এরইমধ্যে শাওনের নির্দেশনায় ‘ডেটল হ্যা-ওয়াশ’র বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। খ- নাটকের পাশাপাশি হিমি ধারাবাহিক নাটকেও নিয়মিত অভিনয় করছেন। যেমন বর্তমানে তিনি শামীম জামানের ‘প্রিয়জন’, মুরাদ পারভেজ’র ‘স্মৃতির আল্পনা আঁকি’ এবং সোহেল রানা ইমনের ‘গোবিন্দপুরের গল্প’ নাটকেও অভিনয় করছেন।
Continue Reading
Related Topics:হিমি

Click to comment