শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন
Uncategorized

সাংবাদিকদের ওপর হামলা

জমজমাট ডেস্ক
  • আপডেট সময় : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

জনকণ্ঠের চাকরিচ্যুত হওয়ার প্রতিবাদে আন্দোলনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) জনকণ্ঠ ইউনিটের ইউনিট চিফ ও জনকণ্ঠের সিনিয়র রিপোর্টার রাজন ভট্টাচার্য বলেন, ‘গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের সন্ত্রাসীরা আমাদের ওপর হামলা করেছে। এতে আমাদের ১০ জন সাংবাদিক আহত হয়েছেন।’ আহতদের মধ্যে জনকণ্ঠের সংবাদকর্মী ফিরোজ মান্না, ওয়াজেদ হীরা এবং আনোয়ারুল ইসলাম সাজু গুরুতর আহত হয়ে মগবাজার কমিউনিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

জনকণ্ঠের সাংবাদিক বিভাষ বাড়ৈ ও ওয়াজেদ হীরা জানান, চাকরিচ্যুতর প্রতিবাদে তারা অহিংস আন্দোলন করছিলেন। একপর্যায়ে গ্লোবের সন্ত্রাসীরা কাঠের লাঠি ও ইটপাটকেল নিয়ে হামলা চালায়। এর আগে, চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে জনকণ্ঠ ভবনের মূল ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন চাকরিচ্যুত সাংবাদিকরা। রোববার দুপুর ১২টা থেকে জনকণ্ঠ ভবনের প্রধান সড়কের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। বিক্ষোভে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা অবস্থান নেন।

আন্দোলনে সমর্থন জানিয়ে সেখানে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ডিআরইউ ও ক্র্যাব নেতাসহ অন্যান্য গণমাধ্যমের সাংবাদিকরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© All rights reserved © 2018 jamjamat.net
ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট : উইন্সার বাংলাদেশ