Connect with us

Jamjamat

ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

টেলিভিশন

ডিএমপির হারুন চরিত্রে মোশাররফ করিম

২৬ মার্চ শুক্রবার ‘হইচই’-এ মুক্তি পেয়েছে মোশাররফ করিম অভিনীত ওয়েব সিরিজ ‘মহানগর’। ওই সিরিজে তাকে দেখা যাবে ডিএমপির হারুন হিসেবে।ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইউনিফর্মে বসে কাজের ফাঁকে মোবাইল দেখছেন মোশাররফ করিম। ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা হয়েছে- ‘ভাগ্যের বিধি কাউকে ছেড়ে কথা বলে না…’

ইনস্টাগ্রামের সেই পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে, #Mohanagar #NotunGolpoHoyejak এতে ট্যাগ করা হয়েছে মোশাররফ করিম, শ্যামল মাওলা ও আশফাক নিপুণকে। রোববার ‘হইচই’-এর পক্ষ থেকে নতুন ১৮টি সিনেমা এবং ওয়েব সিরিজের কথা ঘোষণা করা হয়। ২৬ মার্চ ‘হইচই’-এ মুক্তি পেয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ ‘মোহমায়া’। যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং অনন্যা চট্টোপাধ্যায়ের মতো অভিনেত্রীকে। এছাড়াও থাকছে মোশারফ করিমের ‘মহানগর’, বিরসা দাশগুপ্তের ‘সাইকো’। আবার ‘মন্দার’ নিয়ে পরিচালকের ভূমিকায় ‘হইচই’তেই থাকবেন অনির্বাণ।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top