Connect with us

Jamjamat

গোলাম কিবরিয়া তানভীর আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন

টেলিভিশন

গোলাম কিবরিয়া তানভীর আইকনিক স্টার অ্যাওয়ার্ড পেলেন

শ্রেষ্ঠ অভিনেতা’র অ্যাওয়ার্ড পেলেন সময়ের আলোচিত এবং দক্ষ অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর। ‘সাউথ এশিয়ান আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২১’-এর শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা’র পুরস্কার এবার তার হাতে উঠেছে।

তানভির বলেন, আমি ভীষণ খুশি হয়েছি। পাশাপাশি সম্মানিত বোধ করছি। সম্মাননা দেয়া মানে একজন শিল্পীকে তার কাজে উৎসাহিত করা। আমিও অনুপ্রাণিত হয়েছি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াৎ উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিসিএসিএল’এর চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং বাংলাদেশ-আমেরিকান চেম্বার অব কমার্স এর ভাইস প্রেসিডেন্ট (বাংলাদেশ চ্যাপ্টার) রাজু আলীমসহ অনেকে।
এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে চলচ্চিত্র ক্যাটাগরিতে পুরস্কার পান ফেরদৌস, নিপুণ, বুবলি, ইমন, ববি, তমা মির্জা, সাইমন সাদিক।

এছাড়াও সংগীত ও টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পান আঁখি আলমগীর, আনজাম মাসুদ, হাবিব ওয়াহিদ, তানভীর তারেক, তামান্না প্রমি, সজল, মেহজাবীন, জান্নাতুল সুমাইয়া হিমি এবং মডেলিংয়ে আইকনিক অ্যাওয়ার্ড পান রাজ ম্যানিয়া, জাকিয়া মুন ও মারিয়াসহ আরও অনেকে।

জমকালো এ আয়োজুন পুরস্কার বিতরণ, কালচারাল শো, ফ্যাশন শো, সেলিব্রেটি গেট টুগেদারসহ নানা পর্বে ভাগ ছিল।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top