Connect with us

Jamjamat

জুটি বাঁধলেন প্রকৃতি-তানভীর

চলচ্চিত্র

জুটি বাঁধলেন প্রকৃতি-তানভীর

চিত্রনায়িকা মানসী প্রকৃতি ও চিত্রনায়ক তানভীর তনু প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করছেন মুন্তাহিদুল লিটন পরিচালিত ‘দুই ঘন্টা দশ মিনিট’ নামের সিনেমায়। গত ২৪ ফেব্রুয়ারি থেকে নগরীর বিভিন্ন লোকেশনে চলছে দৃশ্য ধারণ। একটানা কাজ করে চলতি মাসেই শেষ করা হবে ছবির চিত্রায়ণ। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানভীর তনু ও মানসী প্রকৃতি। তানভীর চলচ্চিত্রে সরব থাকলেও প্রকৃতি প্রথম ছবি মুক্তির পর ব্যস্ত হয়ে যান ছোটপর্দায়। নিয়মিত একক ও ধারাবাহিক নাটকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। ‘দুই ঘন্টা দশ মিনিট’ সিনেমা দিয়ে ফের সিনেমা ফিরলেন প্রকৃতি। জেসমিন আক্তার নদী পরিচালিত ‘জল শ্যাওলা’র মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় তাঁর। ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন নায়ক সাইমন সাদিক। অন্যদিকে তানভীর অভিনীত মুক্তির অপেক্ষায় আছে রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি।

এ প্রসঙ্গে প্রকৃতি বলেন, ‘একজন মানুষের মৃত্যুর আগের ‘দুই ঘন্টা দশ মিনিট’ নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এখানে কাজ করার অনেক সুযোগ আছে। আশা করছি ভালো কিছু পেতে যাচ্ছে দর্শক। ভালো গল্প পেলে ফের সিনেমায় নিয়মিত পাওয়া যাবে।’

তানভীর তনু বলেন, ‘সিনেমায় দেখা যাবে ছোটবেলা থেকে এতিম খানায় বড় হয়েছি। এতিম খানা থেকে নিয়ে নায়িকার বাবা তার বাসায় আশ্রয় দেয় আমায়। নায়িকাকে প্রাইভেট পড়াই। একটা সময় আমাদের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। তবে তার বাবা-মা জানতে পারলে বাসা থেকে বের করে দেয়। বাকিটা দর্শকদের জন্য চমক। গতানুগতিক বাংলা সিনেমার মতো না। দর্শক সহজেই বুঝতে পারবে না কি ঘটতে যাচ্ছে। গল্পে অনেক টুইস্ট আছে।’

পরিচালক মুন্তাহিদুল লিটন বলেন, ‘চলচ্চিত্রটি ভিন্ন ধারার গল্পের। যেখানে নেই কোনো কথিত মাসালা সিনেমার মশলা। সিনেমাটি একটি সাইকোলজিক্যাল থ্রিলার। হলবিমুখ দর্শককে সিনেমাটি ফের হলমুখি করবে। কেউ যদি একবার সিনেমাটি দেখতে হলে গিয়ে একটি দৃশ্য দেখে তাহলে সে পুরো ছবি না দেখে বের হতে পারবে না। গল্পই এ ছবির প্রাণ। আশা করছি সিনেমাটি দর্শকদের পছন্দ হবে।’ শাপলা মিডিয়া প্রযোজিত এই সিনেমায় সহযোগী পরিচালক হিসেবে আছেন আমিনুল ইসলাম শাওন। এতে আরো অভিনয় করছেন প্রবীণ অভিনেতা ববি, জ্যাকি আলমগীর প্রমুখ।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top