দীর্ঘ আট বছর পর আবারও পর্দায় আসছে ‘ধুম’ সিনেমা। ২০১৩ সালের পর ফের দর্শকদের বিনোদন দিতে আসতে চলেছে চোর-পুলিশ খেলা। জন আব্রাহাম, হৃত্বিক রোশন ও আমির খানের পর এবার কে হবেন খলনায়ক? তা নিয়ে জোর চর্চা ছিল বিনোদন মহলে। অবশেষে প্রতীক্ষার অবসান। ‘ধুম ৪’ সিনেমায় এবার আর খলনায়ক নন। দেখা যাবে খলনায়িকা। এ চরিত্রে অভিনয় করতে পারেন দীপিকা পাড়ুকোন।
জানা গেছে, ইতিমধ্যেই এই ছবি নিয়ে কথা বলা হয়েছে মস্তানি গার্লের সঙ্গে। তিনিও কাজটি করতে আগ্রহ প্রকাশ করেছেন। হাতে থাকা অন্যান্য ছবির শুটিং শেষ হলেই ‘ধুম ৪’-এর কাজে হাত দিতে পারেন দীপিকা পাডুকোন। চলতি বছরের শেষের দিকে শুটিংয়ে ফ্লোরে যাবে ‘ধুম ৪’।