Connect with us

Jamjamat

প্রযোজনায় আসছেন নায়ক মেহেদী

চলচ্চিত্র

প্রযোজনায় আসছেন নায়ক মেহেদী

সিনেমা প্রযোজনায় আসছেন ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক মেহেদী। নব্বই দশকের শেষের দিকে তিনি চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করেন। বর্তমানে অভিনয়ে নিয়মিত নন। ব্যবসা ও পরিবার নিয়েই তার ব্যস্ততা। এর আগেও মেহেদী ছবি প্রযোজনা করেছেন। ২০১২ সালে শাকিব খান ও সাহারাকে নিয়ে নির্মাণ করেন ‘আমার চ্যালেঞ্জ’। তবে ছবিটি ব্যবসায়িক ভাবে ব্যর্থ হয়। তারপর ফের ঝুঁকি নিয়ে আর একটি সিনেমা নির্মাণ শুরু করলেও ছবিটি আলোর মুখ দেখেনি। ৭০ ভাগ কাজ হয়ে পরে ছবিটি বন্ধ হয়ে যায়। এরপর নিজেকে প্রযোজনা থেকে সরিয়ে নেন এ নায়ক। বর্তমানে ব্যবসা ও পাঁচ ওয়াক্ত নামাজ পরেই সময় কাটে তার।

এদিকে বিরতি ভেঙে শুটিংয়ে ফিরলেন মেহেদী। জনপ্রিয় জুটি রিয়াজ-শাবনূর অভিনীত ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত আব্দুল মান্নান পরিচালিত ‘মন বসে না পড়ার টেবিলে’। একই পরিচালক নতুন জুটি নিয়ে নির্মাণ করছেন ‘মন বসেছে পড়ার টেবিলে’। এ ছবি দিয়ে আবারও অভিনয় ফিরলেন মেহেদী। মঙ্গলবার প্রিয়ংকা শুটিং বাড়িতে অংশ নেন তিনি। সে সময় জমজমাটকে মেহেদী বলেন, ‘চলচ্চিত্রে নিয়মিত কাজ করতে চাই। তবে আগের মতো সিনেমা নির্মাণ হচ্ছে না। অথচ আমাদের সময় ১৬০০ সিনেমা হল থাকলেও বর্তমানে তা কমে ৫০-৬০ এর ঘরে এসেছে। গত বছর বন্ধ হয়ে গেছে অনেক সিনেমা হল। বিষয়টি আমাকে খুব ভাবায় তাই সিদ্ধান্ত নিয়েছি প্রযোজনায় আসার। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই একটি ছবি নির্মাণের ঘোষণা দেব।’

তিনি বলেন, ‘নতুন ছবি দিয়ে শুটিংয়ে ফিরতে পেরে ভালো লাগছে। অনেক দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। পুরানো কিছু মানুষ পেয়ে ভালো লাগছে। আশা করছি দর্শক সিনেমাটি পছন্দ করবে। দর্শকের কাছে অনুরোধ থাকবে আপনারা সিনেমা হলে গিয়ে বেশি বেশি বাংলা সিনেমা দেখুন। আপনারা আবার হলমুখী হলেই আবারও ঘুরে দাঁড়াবে আমাদের সিনেমা। আমি আশাবাদী বাংলা চলচ্চিত্র তার হারানো যৌবন আবার ফিরে পাবে।’

মেহেদী অভিনীত সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘বুলেট বাবু’। শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন মান্নান গাজীর ‘প্রেমের অনেক জ্বালা’ ছবির শুটিংয়ে। চলচ্চিত্রে মেহেদীর আত্মপ্রকাশ শৈশবে। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন। ‘পাগল মন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় তার। এরপর ধনদৌলত, হাসু আমার হাসু, অন্যায়, মহান, নিয়ত, চেনামুখ, শরীফ বদমাশ, নান্টু ঘটক, জারকা, তিন বাহাদুর, মর্যাদা, নবাব, অহিংসা, কাবিন, বিধাতা, উনিশ বিশ, দিদার, কসম, বিস্ফোরণ, নাগজ্যোতি’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেন।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top