ছবি: এম এ এইচ সাগর

ছোটপর্দার অভিনেত্রী রিমি করিম। নাটক, টেলিফিল্ম সহ সব অঙ্গনেই কাজ করে চলেছেন নিয়মিত। অভিনয়ের নৈপুণ্যে দেখিয়ে ছোটপর্দায় নিজের ভালো একটি অবস্থান তৈরি করে নিয়েছেন। বর্তমানে টেলিভিশনের জনপ্রিয় মুখ এই অভিনেত্রী। খন্ড নাটক আর ধারাবাহিক নাটকে অভিনয় নিয়েই চলছে রিমির ব্যস্ততা। পাশাপাশি বিজ্ঞাপনের মডেল হিসেবেও দেখা যাচ্ছে তাকে। সম্প্রতি রিমি লেখক-অভিনেতা মারজুক রাসেল এর সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন ‘চাইলেও পাই না’ নাটকে। মিয়া জাহিদ জুলহাস রচিত ও উদয় বাঙ্গালি পরিচালিত নাটকটি সম্প্রতি রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে।

এ প্রসঙ্গে রিমি করিম বলেন, ‘মারজুক ভাই পছন্দের একজন অভিনেতা। এর আগেও তার সাথে অনেক নাটকে কাজ করেছি। এ নাটকের গল্পটি অন্যরকম। খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’

Leave a Reply