নতুন স্বাভাবিক অবস্থায় জনপ্রিয় সংগীত শিল্পী-অভিনেতা তাহসান খান ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মীম জুটি বেঁধে একটি নাটকে অভিনয় করেছেন। শিরোনাম ‘হ্যালো বেবি’। নাটকটি পরিচালনা করেছেন কাজল আরেফিন অমি। সম্প্রতি টাঙ্গাইলের মির্জাপুরে নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।
এ প্রসঙ্গে মীম বলেন, ‘নাটকটি হাস্যরসে ভরপুর। বিশেষ দিবস কিংবা ভালো গল্প ও চরিত্র না হলে নাটকে কাজ করি না। এ নাটকের গল্পটি ভালো লেগেছে তাই কাজটি করিছি। সংখ্যায় নয় মানে বিশ্বাসী। কাজ কম করব তবে বেছে বেছে করব। নতুন বছর উপলক্ষে নাটকটি প্রচার হবে। আশা করছি দর্শক নাটকটি পছন্দ করবে।’