টেলিভিশন
বিশ্রাম শেষে শুটিংয়ে ফিরলেন অপূর্ব
অসুস্থতার কারণে বেশ কিছু দিন লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন ছোটপর্দার তারকা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। চলতি মাসের শুরুতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। এরপর গত ১১ নভেম্বর সুস্থ হয়ে বাসায় ফিরেন এ অভিনেতা। ছিলেন বিশ্রামে। সেই বিশ্রাম ভেঙে ১৬ দিন পর শুটিংয়ে ফিরেছেন অপূর্ব। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর উত্তরায় ‘তোমার হাতটি ধরে’ শিরোনামে একটি নাটকের শুটিং করেছেন তিনি। মুরসালিন শুভর গল্পে এটি পরিচালনা করছেন এস আর মজুমদার। নাটকটিতে অপূর্বর সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর।
অপূর্ব বলেন, ‘লম্বা একটি বিরতি শেষে কাজে ফিরলাম। অসুস্থর কারণে বেশ কিছু নাটকের সিডিউল বাতিল করতে হয়। এখন সিডিউল দেওয়া নাটকগুলোর কাজ শেষ করব। এই নাটকটি বেশ মজার, রোমান্টিক কমেডি। আমার একটি টিয়া পাখি আছে, যেটার নাম জুলি। পাখিটাকে যখন যেটা বলতে বলি, সে ঠিক তার উল্টোটা করে আমাকে বিপাকে ফেলে। এ রকমই একটি মজার গল্পে কাজটি করেছি।’ অপূর্ব ও সাবিলা ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন শামীমা নাজনীন, হিন্দোল রায়, অ্যাথেনা প্রমুখ। সাউন্ডটেকের ব্যানারে নাটকটি শিগগিরই তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে।
