Connect with us

Jamjamat

সাফার চোখে তৌসিফ একজন ‘কিডন্যাপার’

টেলিভিশন

সাফার চোখে তৌসিফ একজন ‘কিডন্যাপার’

বর্তমান সময়ে যে কয়জন তরুণ অভিনয়শিল্পী তাদের অভিনয় প্রতিভা দেখিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার মধ্যে অন্যতম তৌসিফ মাহবুব ও সাফা কবির। ধারাবাহিক ভাবে গত কয়েক বছর তাদের অভিনীত বেশ কিছু নাটক দর্শকপ্রিয়তা পেয়েছে। মডেলিং, অভিনয় দিয়ে তরুণ-তরুণীদের মনে আলাদা জায়গা করে নিয়েছেন দুজনই।  তৌসিফ-সাফার সমসাময়িক ব্যস্ততা নাটক ঘিরেই। আজ রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে প্রচার হবে ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত তৌসিফ-সাফা কবির অভিনীত একক নাটক ‘প্লাস মাইনাস’।  নাটকটি রচনা করেছেন মেহরাব জাহিদ। মুরসালিন শুভর পরিচালনায় এতে আরও অভিনয় করেছেন নওশিন দিশা, ফারহানা প্রিয়, মানব মিত্র, আবু রাজিন প্রমুখ।

নাটকটির গল্প প্রসঙ্গে মুরসালিন শুভ জানান, ওভারব্রিজে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা রাত্রিকে বাঁচাতে সিএনজিতে করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন রাতুল। পথে জ্ঞান ফিরলে চিৎকার শুরু করেন রাত্রি। রাতুলের উপর কিডন্যাপের অভিযোগ আনেন তিনি। বাধ্য হয়ে রাত্রিকে একাই ছেড়ে দেয় রাতুল। এরপর রাত্রি মাঝে মাঝেই তার এলাকায় রাতুলকে দেখতে পান। রাতুলকে দেখেই কিডন্যাপার বলে চিৎকার শুরু করেন তিনি। একদিন রাত্রিকে জিম্মি করে রাতুল মূল ঘটনা খুলে বললে, রাত্রি অনুতপ্ত হয়। তারপর থেকে রাত্রি ও রাতুলের দেখা হতে থাকে নিয়মিত। এরপর ঘটনা মোড় নেয় ভিন্ন দিকে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top