Connect with us

Jamjamat

নতুন বিজ্ঞাপনে টয়া

টেলিভিশন

নতুন বিজ্ঞাপনে টয়া

লাক্স তারকা মুমতাহিনা চৌধুরী টয়া। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে তার অভিষেক। এরপর এই লাক্স সুন্দরী ছোটপর্দায় অসংখ্য নাটক, স্বল্পদৈঘ্য চলচ্চিত্র, ওয়েব সিরিজ এবং মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন। মডেল ও উপস্থাপক হিসেবেও অনেকের নজর কেড়েছেন তিনি। কাজ করেছেন আরজে হিসাবেও। উভয় মাধ্যমেই এই অভিনেত্রীর রয়েছে সাবলীল বিচরণ। এক কথায় মিডিয়ার প্রতিটি মাধ্যমে নিজেকে মেলে ধরেছেন এ অভিনেত্রী। পর্দায় উপস্থিতিতে খুব সাবলীল। রূপে গুনে অনন্য এই অভিনেত্রী। অভিনয়ের মধ্য দিয়ে কীভাবে নিজেকে ভাঙতে হয়- প্রমাণ অনেকবার দিয়েছেন। ছোটপর্দার গণ্ডি পেরিয়ে ‘বেঙ্গলি বিউটি’ ছবির মাধ্যমে পা রেখেছেন চলচ্চিত্রে।

বর্তমানে নাটকেই ব্যস্ততা টয়ার। দীর্ঘ দিন পর নতুন একটি বিজ্ঞাপনে কাজ করলেন এ অভিনেত্রী। সাবরিনা আইরিনের পরিচালনায় নির্মিত এ বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে। এ প্রসঙ্গে টয়া বলেন, ‘নতুন এ বিজ্ঞাপন একটি ওয়েব সাইটের প্রচারণার। আশা করছি দর্শকের চোখে পড়বে কাজটি।’ টয়া অভিনীত চলতি ধারাবাহিক হাবিব শাকিলের পরিচালনায় ‘পরের মেয়ে’। কিছুদিন আগে রাকেশ বসুর পরিচালনায় ‘শেষ থেকে শুরু’ এবং রতন হাসানের পরিচালনায় ‘শুনতে চাও তুমি’ নামের দুটি একখণ্ডের নাটকে অভিনয় করেছেন।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top