দর্শকপ্রিয় সংগীত শিল্পী কাজী শুভ ও বর্ষা স্মীতা নতুন একটি গানে কন্ঠ দিয়েছেন। শিরোনাম ‘জীবনের শেষ দিন’। শহীদ আল বেরুনি বিপুলের কথায়, রিয়েল আশিকের সংগীত আয়োজনে দ্বৈতকণ্ঠে গেয়েছেন শুভ-বর্ষা। সম্প্রতি গানের মিউজিক ভিডিও কক্সবাজারে নির্মিত হয়েছে। মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন সানাই রাজ ও সাদিকুর শিমুল। পরিচালনা করেছেন আবির স্বপ্নবাজ।

সানাই রাজ বলেন, গানের কথাগুলো খুবই চমৎকার। আর শুভ ভাই ও বর্ষা আপু অসাধারণ গেয়েছেন। কথার সাথে মিল রেখে খুব সুন্দর একটি মিউজিক ভিডিও কক্সবাজারের মনোরম লোকেশনে নির্মিত হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। নির্মাতা সূত্রে জানা যায়, খুব শীঘ্রই মিউজিক ভিডিওটি জি সিরিজের ব্যানারে মুক্তি পাবে।

Leave a Reply