Connect with us

Jamjamat

প্রকাশ পেল বেলাল খানের নতুন গান

মিউজিক

প্রকাশ পেল বেলাল খানের নতুন গান

‘পাগল তোর জন্য রে’, ‘এক মুঠো স্বপ্ন’, ‘একলা প্রহর’ গানসহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীতশিল্পী বেলাল খান। তারই ধারাবাহিকতায় এবার প্রকাশিত হয়েছে জনপ্রিয় এই শিল্পীর নতুন গান ‘দহন, জ্বলে পুড়ে মন’। ‘জ্বলে পুড়ে মন হয়েছে দহন, জানি না রে জানি না কখন…’ এমন কথায় গানটি সুর করার পাশাপাশি লিখেছেন বিনোদন সাংবাদিক আকাশ নিবির। সংগীতায়োজন করেছেন শামীম মাহমুদ। সম্প্রতি ব্যাঙ প্রডাকশন অফিসিয়াল ইউটিউব চ্যানলে গানটির মিউজিক ভিডিও মুক্তি পায়।

বেলাল খান বলেন, ‘গানটির কথা, সুর ও সংগীত আয়োজন অনেক সুন্দর হয়েছে। ‘দহন জ্বলে পুড়ে মন’ গানটি আমারও খুব পছন্দের। মজার ব্যাপার গানটিতে মডেল হয়েছেন আলোচিত মডেল নায়লা নাঈম ও আকাশ নিবির নিজেই। গানটির মিউজিক ভিডিও ঢাকা ইউনিভার্সিটি’র জয়কালী মন্দিরে চিত্রায়িত হয়েছে। ভিডিওটিও বেশ ভালো হয়েছে। আশা করছি গানটি সকলের ভালো লাগবে।’

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top