Connect with us

Jamjamat

নারী জাগরণের বার্তা নিয়ে সুস্মিতা আনিস ও অর্ণব

মিউজিক

নারী জাগরণের বার্তা নিয়ে সুস্মিতা আনিস ও অর্ণব

‘জাগো নারী জাগো বহ্নি শিখা’ কাজী নজরুল ইসলামের এই জাগরণের গান নতুন আঙ্গিকে নিয়ে আসলেন নজরুল সঙ্গীত শিল্পী সুস্মিতা আনিস। নারী মুক্তির চিন্তা সমাজে তাদের সম্মান তাদের অবদানকে মাথায় রেখেই এই গানের উদ্যোগ নেন সুস্মিতা আনিস। গানটির সঙ্গীত আয়োজন করেছেন অর্ণব।

তিনি বলেন, ‌‘এই প্রথম নজরুল ইসলামের গানে কাজ করার সুযোগ পেলাম। আমি নিজের মতো করে সঙ্গীত আয়োজন করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে। চারিদিকে নারীদের উপর হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদ হলো এই গান। নজরুলের গান উদবুদ্ধ করে, অনুপ্রেরণা জোগায় অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার। এই গান অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক উদ্যোগ।’

গানটির মিউজিক ভিডিওতে আছে নাচের ব্যবহার। রিদয় শেখের নৃত্যে ফুটিয়ে তোলা হয়েছে নারী অধিকারের নানান মুহূর্ত। নিউ মিউজিক প্যারাডাইম কোম্পানির ব্যানারে তৈরি এই গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাহিয়ান আহমেদ। আজ (১৯ নভেম্বর) গানটি প্রকাশ হবে সুস্মিতা আনিসের ইউটিউব চ্যানেল এবং অন্যান্য ডিজিটাল প্লাটফর্মে।

Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top