Connect with us

Jamjamat

বিশেষ নাটক ‘কদম আলী পাহারাদার’

টেলিভিশন

বিশেষ নাটক ‘কদম আলী পাহারাদার’

জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান, নাদিয়া আহমেদ ও নাবিলা ইসলাম সম্প্রতি একটি একক নাটকে কাজ করেছেন। নাম ‘কদম আলী পাহারাদার’। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আদিবাসী মিজান। এতে আরও অভিনয় করেন সাজু খাদেম, আরফান আহমেদ, জামিল হোসেন, পাভেল প্রমূখ। ই-ফুড নিবেদিত নাটকটি আজ রাত ৯টা ৫মিনিটে বাংলা ভিশনে প্রচার হবে, বিষয়টি নিশ্চিত করেন ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলাম।

তিনি বলেন, আজ মঙ্গলবার বাংলাভিশনে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর প্রযোজনায় ক্রাউন ক্রিয়েশনস এর বাণিজ্যিক ব্যবস্থাপনায় ‘কদম আলী পাহারাদার’ নাটকটি প্রচার হবে। আশা করছি নাটকটি সবার ভালো লাগবে। নন্দিত অভিনেতা জাহিদ হাসান বলেন, কদম আলী পাহারাদার নাটকটি দেখে দর্শক বিনোদিত হবেন। হাস্যরসে ভরপুর নাটকটি আশা করছি দর্শক পছন্দ করবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top