Connect with us

Jamjamat

জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা

চলচ্চিত্র

জায়েদ খানের বিরুদ্ধে প্রযোজক সমিতির অভিযোগ মিথ্যা

কয়েক মাস আগে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে স্বার্থ বিরোধী কাজের অভিযোগে এনে বয়কট করেন প্রযোজক সমিতিসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট কয়েকটি সংগঠন। এ সময় জায়েদ খানের প্রযোজক সমিতির সদস্যপদ স্থাগিত করেন। বিষয়টি নিয়ে দুই পক্ষ কঠোর পদক্ষেপ নেন। সম্প্রতি প্রযোজক সমিতি থেকে জায়েদ খানের সদস্যপদ স্থগিত করা হয়। এরপর জায়েদ খান বাণিজ্য মন্ত্রণালয়ে এ বিষয়ে অভিযোগ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপ-সচিব অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। এতে জানা যায়, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক, প্রযোজক ও নায়ক জায়েদ খানের বিরুদ্ধে তোলা অভিযোগ মিথ্যা।সোমবার (১৬ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো আদেশে বলা হয়েছে, জায়েদ খানের প্রযোজক সমিতির সদস্যপদ সাময়িকভাবে বাতিল করার বিষয়টি যুক্তিসঙ্গত প্রতীয়মান হয়নি। চলচ্চিত্র নির্মাণ ও অভিনয়ের ক্ষেত্রে তাকে বাধা না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

এছাড়া বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির কার্যনিবাহী কমিটির নির্বাচন বিষয়ে মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে নির্বাচনে প্রার্থী হয়ে সভাপতি খোরশেদ আলম খসরু ও সাধারণ সম্পাদক পদে সামসুল আলম নির্বাচিত হয়েছেন বিষয়টির সত্যতা রয়েছে। সেহেতু, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতি-এর ২০১৯-২০২১ কার্যনির্বাহী পরিষদের কমিটি বাতিল করে উক্ত সমিতির কার্যক্রম সঠিকভাবে পরিচালনা এবং নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বাণিজ্য সংগঠন অধ্যাদেশ, ১৯৬১ এর ১০ ধারা মোতাবেক খন্দকার নূরুল হক, উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয়কে বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির প্রশাসক নিয়োগ করা হলো। তিনি দায়িত্ব গ্রহণের ১২০ (একশত বিশ) দিন সময়ের মধ্যে সংগঠনের দৈনন্দিন কাজ পরিচালনাসহ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তরপূর্বক এ মন্ত্রণালয়কে অবহিত করবেন।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top