Connect with us

Jamjamat

মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর: জয়া আহসান

চলচ্চিত্র

মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর: জয়া আহসান

সৌমিত্র নেই, ভাবতেই পারছেন না ঢালিউড-টালিউডের শিল্পী থেকে শুরু করে সাধারণ মানুষ। সৌমিত্রকে ঘিরে অনেক স্মৃতি জড়িয়ে আছে তাঁর সহশিল্পীদের। তাঁর মৃত্যুতে শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। আজ রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কলকাতার বেলভিউ হাসপাতালে দীর্ঘ ৩৯ দিন ‘মৃত্যুর’ সঙ্গে পাঞ্জা লড়েছেন তিনি। রোববার (১৫ নভেম্বর) সকালে এ অভিনেতার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। অচল হয়ে পড়ে তার মস্তিষ্কের স্নায়ু। চিকিৎসকরাও আশার আলো দেখছেন না বলে জানান। সর্বশেষ পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমালেন এই বরেণ্য শিল্পী।

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ শুনে তাঁকে নিয়ে বলতে গিয়ে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, পর্দায় তিনি যখন অভিনয়ের গরিমা ঝেড়ে ফেলে চরিত্রের আচরণ ফুটিয়ে তুলেছিলেন, ভারতবর্ষের শিল্পভুবনে সেটা শুধু বিস্ময়কর একটা ঘটনাই ছিল না, ছিল এক নতুন যুগের শুরু। বিশ্ব–চলচ্চিত্রের অভিনয়ের প্রথম সারিতেই তাঁর স্থান। কিন্তু অমন যে ইতিহাসের স্রষ্টা, অমন যে শিখরে ওঠা শিল্পী, মানুষ হিসেবে তিনি ছিলেন এক মহাসাগর। যে মহাসাগর অতলান্ত, কিন্তু শান্ত। তাঁর মৃত্যু নেই!

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top