Connect with us

Jamjamat

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অপূর্ব

টেলিভিশন

সুস্থ হয়ে বাসায় ফিরলেন অপূর্ব

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। প্রায় ৮দিনের চিকিৎসা শেষে আজ বুধবার বাসায় ফিরেন এ তারকা অভিনেতা। জানা গেছে, বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল থেকে এই অভিনেতাকে ডিসচার্জ করা হয়েছে।

অপূর্ব বলেন, ‘সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এখন অনেক ভালো আছি। আপনাদের ভালবাসা, সমর্থন এবং প্রার্থনার জন্য প্রত্যেককে ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্রই কাজে ফিরতে পারব।’ চলতি মাসের শুরুতে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন অপূর্ব। এরপর শারীরিক অবস্থা খারাপ হলে তার করোনা পরীক্ষায় ফলাফল পজিটিভ আসে। এরপর গত ৩ নভেম্বর তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। সেদিন অবস্থা গুরুতর হলে তাকে সাথে সাথে আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) রাখা হয়। এরপর তার মধ্যে কিছু শারীরিক জটিলতা দেখা দেয়। প্লাজমা দেওয়ার পর শারীরিক অবস্থা মাঝে কিছুটা অবনতি হলে পড়ে ধীরে ধীরে তিনি সুস্থ হতে থাকেন।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top