বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে সপরিবার আক্রান্ত হয়েছেন জাদুশিল্পী জুয়েল আইচ। তবে তার স্ত্রী ও মেয়ে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু জুয়েল আইচ এখনও হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তার স্ত্রী বিপাশা আইচ।

জানা গেছে, গত ৪ নভেম্বর থেকে জ্বরে আক্রান্ত হন জুয়েল আইচ। জ্বরের মাত্রা ক্রমেই বাড়তে থাকায় ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে তিনি কোভিড-১৯ পরীক্ষা করান। সে রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ আসে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হয়। বিপাশা আইচ তার স্বামীর জন্য দোয়া চেয়েছেন।

Leave a Reply