Connect with us

Jamjamat

শিপনের নতুন চলচ্চিত্র ‘সুজুকি’

চলচ্চিত্র

শিপনের নতুন চলচ্চিত্র ‘সুজুকি’

বরেন্দ্র ভূমি রাজশাহীর ঐতিহ্য আদিবাসী সাঁওতালদের জীবন ও সংস্কৃতি নিয়ে নির্মিত হচ্ছে ‘সুজুকি’ নামের একটি চলচ্চিত্র। এ সিনেমায় আদিবাসী পরিশ্রমী মানুষের প্রেম, ভালবাসা, সরলতা এবং বিশ্বাসের গল্প ফুটে উঠবে। গেল ৭ নভেম্বর রাজশাহীর সাঁওতাল পল্লীতে শুরু হয় ছবির দৃশ্যায়ণ। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক শিপন মিত্র। তার বিপরীতে আছেন নবাগত সৈয়দা ফারজানা। নাট্যকার বরজান হোসেনের রচনায় সিনেমাটি পরিচালনা করছেন সোয়েব সাদিক সজীব। এতে আরও অভিনয় করছেন একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী দিলারা জামান, একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা শহীদুল আলম সাচ্চু, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা আরমান পারভেজ মুরাদ, অভিনেতা কচি খন্দকার, কাজী রাজু সহ চলচ্চিত্রর অনেক পরিচিত মুখ এবং স্থানীয় আদিবাসী সাঁওতাল ও রাজশাহীর সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ।

নতুন ছবি প্রসঙ্গে শিপন বলেন, ‘সাঁওতালদের সংস্কৃতি ও সুন্দর একটি গল্প ছবিটিতে ফুঁটে উঠবে। চ্যালেঞ্জিং একটি চরিত্রে অভিনয় করছি। এ ধরনের চরিত্রে আগে কখনো কাজ করিনি। গল্পে ফুটে উঠবে আশি দশকের চরিত্র। যেখানে ভিন্ন ভাবে আমাকে উপস্থাপন করা হচ্ছে। নাম ভূমিকায় সুজুকি তাকে সাঁওতালদের ভাষা শিখতে হয়েছে। গল্পে কিছু ভিন্ন বার্তা আছে। যা কিনা আমাদের আগামী দিনের ঐতিহ্য ও সাংস্কৃতিকে সমৃদ্ধ করবে।’

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top