টেলিভিশন
মৌমিতার ‘নীচতলার ভাড়াটে’ মারজুক রাসেল
Published on
অভিনেতা, কবি ও গীতিকার মারজুক রাসেল ও চিত্রনায়িকা মৌমিতা মৌ প্রথমবার জুটি হয়ে ‘নিচতলার ভাড়াটে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন। সম্প্রতি রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ। নাটকটি পরিচালনা করেছেন স্ম্যাক আজাদ।
নাটকের গল্প প্রসঙ্গে মৌমিতা মৌ বলেন, ‘আমার স্বামী বিদেশ থাকেন। শাশুড়ি আর কাজের লোকদের নিয়ে বাড়ি থাকি। বাড়ির নিচতলা ভাড়া দেয়া হয়েছে মারজুক রাসেলের কাছে। ধীরে ধীরে মারজুক রাসেলের সঙ্গে সখ্যতা গড়ে ওঠে আমার। একসঙ্গে ঘোরাঘুরি থেকে শুরু করে বাড়ির বাজার পর্যন্ত করে মারজুক রাসেল। পুরান ঢাকার গল্প নিয়ে নাটকটি। দর্শক নাটকটি উপভোগ করবে।’ নাটকটিতে মৌমিতার শাশুড়ির চরিত্রে অভিনয় করেছেন রেশমী। খুব শিগগিরই নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারের কথা রয়েছে।
Continue Reading
Related Topics:মারজুক রাসেল, মৌমিতা মৌ
Click to comment