টেলিভিশন
সজলের ‘মায়ের জন্য পাগল’
Published on
সময়ের জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। দীর্ঘদিন ধরে দেশীয় শোবিজে মুগ্ধতা ছড়িয়ে আসছেন। রোমান্টিক নাটকের পাশাপাশি অ্যাকশন, সামাজিক, থ্রিলার নাটকেও তিনি প্রাণবন্ত। করেছেন চলচ্চিত্র ও বিজ্ঞাপন চিত্রের কাজ। মুক্তির অপেক্ষায় আছে সজল অভিনীত নাদের চৌধুরী পরিচালিত ‘জ্বীন’ সিনেমাটি। এতে প্রথমবার জুটি বেঁধেছেন সজল-পূজা।
সজলের সকল ব্যস্ততা ছোটপর্দা ঘিরেই। সম্প্রতি একটি নাটকে কাজ করেছেন তিনি। নাম ‘মায়ের জন্য পাগল’। রোববার নাটকের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সজল। সেগুলো আলোচনায় এসেছে। রোমান্টিক প্রেমিক চরিত্রে চিরচেনা সজলকে এখানে নতুন লুকে দেখবেন দর্শক। তারই আভাস মিললো এ অভিনেতার পোস্ট করা ছবিতে। এ নিয়ে এখনই কিছু বলতে চান না সজল। তার ভক্তদের জন্য চমক হিসেবে রাখছেন।
Continue Reading
Related Topics:আব্দুন নূর সজল
Click to comment