Connect with us

Jamjamat

মাকে নিয়ে প্রমীরের গান

মিউজিক

মাকে নিয়ে প্রমীরের গান

বাবাকে নিয়ে প্রমীর দাসের গানটি আলোচনায় আসার পরে এবার মাকে নিয়ে গান করেছেন তিনি। গীতিকার প্রমীর দাসের এই গানে কণ্ঠ দিয়েছেন সারোয়ার মাহীন। শিল্পী নিজেই সুর করেছেন গানটি। গানটি পরিবেশন করেছে ডি বাংলা মিউজিক। এর ইউটিউব চ্যানেলে গানটি পাওয়া যাচ্ছে। মা গানটি লেখার পাশপাশি এই গানের ভিডিওতে প্রমীর দাস অভিনয় করেছেন তার মা রীনা দাসকে নিয়ে। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন রি সি জুয়েল।

মাকে নিয়ে গান করা প্রসঙ্গে প্রমীর দাস বলেন, আমার বাবা গানটি যখন বের হয়েছে তখন আমার বাবা ছিলেন না এই দুনিয়াতে। তাই মা বেঁচে থাকতেই আমি মাকে নিয়ে গান করি। আর এই গানের ভিডিওতে আমার মাকেই রেখেছি, যেন তার অবর্তমানে এই গানের মাধ্যমে তিনি থেকে যান আমার গানের শ্রোতা ও দর্শকদের মাঝে।

উল্লেখ্য, প্রমীর দাসে লেখা উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে- প্যারা প্যারা, পাখি, গেদির মা, বাবা, আমার জায়গায়  তুমি আসো, ইচ্ছে হলেই, মন পোড়া। এছাড়া তার লেখা তিনটি বই রয়েছে বাজারে। বইগুলো হচ্ছে- অনুভূতির অঙ্গনে, অনুভূতির আকাশ, অনুভূতির অক্ষরগুলো। সব ঠিকঠাক থাকলে আগামী বইমেলায়ও প্রমীরের লেখা নতুন বই প্রকাশ পাবে।

Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

More in মিউজিক

To Top