Connect with us

Jamjamat

প্রথমবার বিজ্ঞাপনে সজল-আইরিন

টেলিভিশন

প্রথমবার বিজ্ঞাপনে সজল-আইরিন

বিজ্ঞাপনে প্রথমবার এক সঙ্গে কাজ করলেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল ও চিত্রনায়িকা আইরিন সুলতানা। বুধবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়। পরিচালনা করেছেন যুগল নির্মাতা মাকছুদুল হক ইমু ও বেলাল। এটি একটি চশমার বিজ্ঞাপন। পণ্যটি বিক্রি হবে ডাকপিয়ন ডট কম নামের ওয়েব সাইটের মাধ্যমে।

সজল বলেন, প্রতিষ্ঠানটি ভার্চুয়াল ট্রায়ালের মাধ্যমে ঘরে বসে চশমা কেনার সুযোগ করে দিয়েছে। বর্তমানে করোনা সংক্রমণ রোধে আমরা সবাই ব্যতিক্রম কিছু প্রত্যাশা করেছি। যাতে করে এ মহামারীর হাত থেকে সুরক্ষিত থাকা যায়। তেমন ভাবনা থেকেই বিজ্ঞাপনটি তৈরি হচ্ছে। আশা করি, ক্রেতারা এর মাধ্যমে উপকৃত হবেন। পাশাপাশি আইরিনের সঙ্গেও প্রথম কাজ। নিশ্চয়ই ভালো কিছু হবে।

সজলের সঙ্গে প্রথমবার কাজ করা প্রসঙ্গে আইরিন বলেন, সজল ভাইয়ের সঙ্গে এর আগে কখনোই কাজ করা হয়নি। তার অভিনয় অনেক দেখেছি। দারুণ অভিনেতা। আশা করি আমাদের এ যৌথ কাজটি অবশ্যই ভালো হবে। বিজ্ঞাপনচিত্রটি শিগগিরই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top