Connect with us

Jamjamat

বিজ্ঞাপনে জুটি হলেন কেয়া-জয় চৌধুরী 

চলচ্চিত্র

বিজ্ঞাপনে জুটি হলেন কেয়া-জয় চৌধুরী 

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া ও এ প্রজন্মের চিত্রনায়ক জয় চৌধুরী প্রথমবার জুটি হয়ে একটি বিজ্ঞাপন চিত্রে কাজ করলেন। সুরেশ খাঁটি সরিষার তেলের বিজ্ঞাপনে তাঁদের এক সঙ্গে দেখা যাবে। আজ সোমবার নরসিংদীতে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ হয়। এটি নির্মাণ করেছেন বাপ্পি সাহা।

এ প্রসঙ্গে জয় চৌধুরী বলেন, ‘কেয়া আপা সিনিয়র একজন অভিনেত্রী তাঁর সাথে আগে কখনো কাজ হয়নি। বেশ কয়েকবার সিনেমার কাজের কথা হয়েছিল পরে আর কাজগুলো হয়নি। প্রথমবার বিজ্ঞাপন চিত্রের মাধ্যমে কাজ করলাম সহশিল্পী তিনি হিসেবে খুবই ভালো। আশা করছি দর্শক ভালো কিছুই পেতে যাচ্ছে। চলতি মাসেই বিজ্ঞাপনটি প্রচার শুরু হবে।’

কেয়া অভিনীত শেষের দিকে রকিবুল আলম রকিব পরিচালিত ‘ইয়েস ম্যাডাম’ চলচ্চিত্র। এ ছবিতে কেয়ার বিপরীতে আছেন চিত্রনায়ক শিপন মিত্র। আর জয় চৌধুরী এরইমধ্যে শেষ করেছেন মনতাজুর রহমান আকবার পরিচালিত ‘আয়না’ চলচ্চিত্রের শুটিং। এ ছবিতে চিত্রনায়িকা আঁচল আঁখির সাথে দ্বিতীয়বার জুটি হলেন তিনি।

Click to comment

Leave a Reply

More in চলচ্চিত্র

To Top