চলচ্চিত্র
প্রথমবার ওয়েব সিরিজে শাহনূর
যে সময়টা থেকে ওয়েব সিরিজ নির্মাণ শুরু হয়েছে সেই সময়টা থেকেই ওয়েব সিরিজে কাজ করার জন্য প্রস্তাব পাচ্ছিলেন নিয়মিত তিনি। কিন্তু গল্প আর চরিত্র ভালো লাগেনি বিধায় অনেক ওয়েব সিরিজে কাজ করা থেকে নিজেকে বিরত রেখেছেন। তবে এবার গল্প আর চরিত্র ভালো লেগে যাওয়ায় শাহনূর প্রথমবার কোন ওয়েব সিরিজে কাজ করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হওয়া ‘অয়েলিং’ নামক ওয়েব সিরিজে কাজ করছেন তিনি। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য করেছেন অনুরূপ আইচ। এটি নির্মাণ করছেন হেলাল ইসলাম। ওয়েব সিরিজটিতে শাহনূর অভিনয় করছেন কমিশনার প্রিয়া চরিত্রে।
এতে অভিনয় প্রসঙ্গে শাহনূর বলেন, ‘সত্যি বলতে কী অনেক ওয়েব সিরিজেই কাজ করার প্রস্তাব আসছিলো। কিন্তু গল্প এবং চরিত্র ভালো লাগেনি বিধায় আমার করা হয়ে উঠেনি। অনুরূপ আইচ একজন প্রখ্যাত গীতিকার, নাট্যকার। যে কারণে তার গল্পের প্রতি আমার আস্থা ছিলো। গল্প পড়েই ভালো লেগেছে। আমার চরিত্রটিও চমৎকার। তাই কাজটি করছি। নির্মাতা অনেক যত্ন নিয়ে কাজটি করছেন। আমার বিশ্বাস সবার সহযোগিতায় ‘অয়েলিং’ সময়োপযোগী একটি চমৎকার ওয়েব সিরিজ হবে। আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে কাজ করে আমি সন্তুষ্ট। বাকি ভালো মন্দ প্রচারের পর দর্শক ভালো বলতে পারবেন। তবে আশাবাদী কাজটি নিয়ে।’