Connect with us

Jamjamat

আসছে মেহজাবীন-জোভানের ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’

টেলিভিশন

আসছে মেহজাবীন-জোভানের ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’

এ প্রজন্মের দুই তারকা অভিনয়শিল্পী মেহজাবীন চৌধুরী ও ফারহান আহমেদ জোভান। তাঁরা জুটি বেঁধে অনেক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়েছেন। তার মধ্যে ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি তাদের ক্যারিয়ারে বেশ সাফল্য যোগ করেছে। সেই গল্পের আবহে এবার নির্মিত হলো ‘বেস্ট ফ্রেন্ড থ্রি’। এতে জোভান-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আদর ও শহীদ উন নবী। এটি রচনা ও পরিচালনা করেছেন প্রবীর রায় চৌধুরী। সম্প্রতি বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যধারণ হয়েছে। নাটকে জোভান-মেহজাবীন ছাড়াও অভিনয় করেছেন আদর, শহীদ উন নবী প্রমুখ।

জোভান বলেন, ‘এর আগে প্রবীর দাদার পরিচালনায় ‘বেস্ট ফ্রেন্ড’ ও ‘বেস্ট ফ্রেন্ড টু’তে অভিনয় করেছিলাম। আগের দুটি নাটকের মতো এবারেরটি নিয়েও আমি উচ্ছ্বসিত। আমার বিশ্বাস, এটি দর্শকের মনোযোগ কাড়তে সক্ষম হবে।’ নির্মাতা জানান, ‘বেস্ট ফ্রেন্ড’ নাটকটি আরটিভিতে প্রচারের পাশাপাশি সিডি চয়েজের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।

Click to comment

Leave a Reply

More in টেলিভিশন

To Top