ফ্রান্সে মহানবীর (সা.) ব্যঙ্গচিত্র প্রদর্শনের পর থেকে প্রতিবাদে ফেটে পড়ে দেশের ধর্মপ্রাণ মুসলমান। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে সব ধরনের ফরাসি পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। শুধু বাংলাদেশ নয়, প্রতিবাদে মুসলিম বিশ্ব উত্তাল। ফ্রান্সের পণ্য বর্জনের ডাকে সাড়া দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এই প্রজন্মের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া তার নিজের ব্যবহার করা ফরাসি ব্র্যান্ডের ‘ঘড়ি’ ফেলে দিয়েছেন। গতকাল ৩০ অক্টোবর এক ফেসবুক স্ট্যাটাসে এই নায়িকা ফ্রান্স পণ্য বয়কটের কথা জানান। সেখানে তিনি লিখেন, ‘আমি আমার (ফরাসি ব্র্যান্ডের) কার্টিয়ে ঘড়িটি ফেলে দিচ্ছি। এরপর হ্যাশট্যাগের মাধ্যমে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন ফারিয়া।’ এদিকে নুসরাত ফারিয়া এখন ব্যস্ত সময় পার করছেন নুর ইমরান মিঠুর ‘পাতাল ঘর’ এবং ভারতের জি-ফাইভ প্রযোজিত ওয়েব চলচ্চিত্র ‘যদি…কিন্তু…তবুও…নিয়ে।