লাইফ স্টাইল
গৌতম এর কোরিওগ্রাফিতে লন্ডনের মডেল
Published on
দীর্ঘ বিরতি শেষে কাজে ফিরেই ব্যস্ত হয়েছেন কোরিওগ্রাফার গৌতম সাহা। এরইমধ্যে বেশ কিছু কাজ শেষ করেছেন তিনি। তারমধ্যে ভাসাবী, আনজারা, রঙ বাংলাদেশ, পুতুল পাঞ্জাবী সহ বেশ কিছু ব্যান্ডের ফটোশুট শেষ করেছেন। তারই ধারাবাহিকতায় গৌতম সাহা সম্প্রতি শেষ করেছেন পিংন্ক মি আপ ওমেন্স পার্লারের ফটোশুট। এর কর্ণধার রুশু রহমান। ড্রেস আনজারা। এতে মডেল হয়েছেন লন্ডনের মেয়ে মীম জাহান ও মো. ফাহিম ইসলাম দ্বীপ।
গৌতম সাহা বলেন, সবাই খুব মজা করে কাজটি করেছি। কাজের সূত্রে বিভিন্ন দেশের মডেলদের সাথে কাজ করা হয়েছে এবার কাজ করলাম লন্ডনের মেয়ে মীম জাহানের সাথে। সবাই কাজে খুব সাহায্য করেছে।
Continue Reading
Related Topics:গৌতম সাহা
Click to comment