চলচ্চিত্র
শুটিং শুরু অপূর্ব-ফারিয়ার ‘যদি কিন্তু তবুও’
Published on
ছোটপর্দার অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রথমবার জুটি হয়ে অভিনয় করছেন ‘যদি কিন্তু তবুও’ শিরোনামের একটি চলচ্চিত্রে। চলতি বছর শুরুর দিকে এর কাজ শুরুর ঘোষণা দিয়েছিলেন নির্মাতা শিহাব শাহীন। কিন্তু করোনার কারণে ছবির শুটিং শুরু করা সম্ভব হয়নি। অবশেষে আজ থেকে শুটিং শুরু হয়েছে ‘যদি কিন্তু তবুও’ চলচ্চিত্রের। এমনটাই জানিয়েছেন এর নির্মাতা।
‘যদি কিন্তু তবুও’ নির্মিত হবে রোমান্টিক গল্পে। এর প্রযোজনার দায়িত্বে রয়েছে ভারতীয় অনলাইন ভিডিও স্ট্রিমিং সাইট জি ফাইভ। অপূর্ব-নুসরাত ফারিয়া ছাড়াও এতে অভিনয় করবেন তারিক আনাম খান, সাফায়েত মনসুর রানাসহ অনেকে। ছবির মোট দৈর্ঘ্য হবে ১২০ মিনিট অর্থাৎ দুই ঘণ্টা।
Continue Reading
Related Topics:জিয়াউল ফারুক অপূর্ব, নুসরাত ফারিয়া
Click to comment