সম্প্রতি নির্মিত হয়েছে একক নাটক ‘গার্লস ট্যুর’। ফ্যাক্টর থ্রি সল্যুশনস এর প্রযোজনা ও পরিবেশনায় ইভ্যালি নিবেদিত নাটকটি আজ (২৮ অক্টোবর) রাত ৮টায় চ্যানেল নাইনে প্রচার হবে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মানসুর আলম নির্ঝর। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনামিকা জুথি, আনোয়ার, তালহা, বাচ্চু, সিয়াম নাসির, সুবর্ণা প্রমুখ। চ্যানেলে প্রচারের পর রাত ৯টায় সেভেন টিউনস এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে নাটকটি অবমুক্ত হবে।

এ প্রসঙ্গে অনামিকা জুথি বলেন, ‘চার বান্ধবীর গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। বান্ধবীরা মিলে পরিকল্পনা করে তাঁরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবে। এক বান্ধবী সেটি পছন্দ করছে না। তাঁর ছেলেদের প্রতি এক রকমের অনীহা তৈরি হয়েছে। এমন একটি গল্প দর্শক দেখতে পাবে। বিনোদনের পাশাপাশি নাটকটিতে বার্তা আছে। আশা করছি দর্শক পছন্দ করবে।’

Leave a Reply